E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাভী পালন করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন গোয়ালন্দের মিলন-নিজাম 

২০২১ জানুয়ারি ১৮ ১৭:৫১:৩০
গাভী পালন করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন গোয়ালন্দের মিলন-নিজাম 

এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : গাভী পালন করেই ভাগ্যের চাকা ঘুরিয়েছেন মিলন ও নিজাম নামের দুই ভাই । তাদের ঠিকানা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মর্ধা ডাঙ্গা এলাকায় দরিদ্র পরিবারে তাদের জন্ম বর্তমান তারা গাভী পালন করে ভালো জীবন-যাপন করছেন।

কালামের পরামর্শে ২০১৫ সাল থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে একটি দেশি জাতের গাভী কিনে গাভি পালন শুরু করেন মিলন ও নিজাম। গাভী থেকে প্রতিদিন যে দুধ পেতেন তা বিক্রি করে ঋণের কিস্তি পরিশোধের পাশাপাশি সংসারের অভাব মোচনেও ব্যয় করতে শুরু করেন। এভাবে মিলন ও নিজাম স্বপ্নগুলো ধীরে ধীরে ডানা মেলতে থাকে। ২০১৭ সালে ডেইরি ফার্ম স্থাপন করেন তিনি। ফার্মের নাম দেন ‘মুকুল ডেইরি ফার্ম ’। আর এই খামার প্রতিষ্ঠায় অর্থের যোগান তারা দুই ভাই দেন । ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত পাচঁ বছরে তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে এখন তারা স্বাবলম্বী জীবন-যাপন করছেন ।

বর্তমানে তার খামারে ১৫টি গাভীসহ গরুর সংখ্যা২০টি। তার এই খামারে দৈনিক গড়ে ১৩০ লিটার দুধ উৎপাদন হয়। উৎপাদিত দুধ স্থানীয় বাজারসহ রাজবাড়ী জেলার বিভিন্ন মিষ্টির দোকান সহ বিভিন্ন বাজারে বিক্রি করেন। এছাড়া প্রতি মাসে গোবর বিক্রি করেও তার আয় হয়।

মিলন ও নিজাম বলেন, 'ইচ্ছা ও মনোবল এবং পরিশ্রম করলে সফলতা আসবেই।' তিনি জানান, তার বাৎসরিক আয় প্রায় ১৪ লাখ টাকা। বাৎসরিক ব্যয় প্রায় ১০ লাখ টাকা। আয়-ব্যয় মিটিয়ে তার বাৎসরিক নিট আয় ৪ লাখ টাকা।খামারে পাঁচজন স্থায়ী ও ছয়জন খণ্ডকালীন কর্মী কাজ করেন। খামারের পরিধি আরও বাড়াতে ৫ বিঘা জমি কেনার পরিকল্পনা হাতে নিয়েছেন। খামারটি সম্প্রসারিত হলে আরো অনেক বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে মনে করেন দুই ভাই। তারা বেকার যুবকদের উদ্দেশ্যে বলেন আপনারা বেকার সময় না কাটিয়ে উদ্যোক্তা হন বিভিন্ন কাজের উদ্যোগ নিলে আপনাদের সাফল্য অবশ্যই আসবে।

(এইচ/এসপি/জানুয়ারি ১৮, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test