E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে অবৈধ টমটম, শব্দদূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন নবাগত পুলিশ সুপার  

২০২১ জানুয়ারি ১৯ ১৮:৫৭:১১
মৌলভীবাজারে অবৈধ টমটম, শব্দদূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন নবাগত পুলিশ সুপার  

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার শহরে জনদুর্ভোগ সৃষ্টিকারী অবৈধ সিএনজি চালিত টমটম, বেপরোয়া চালক ও বেআইনী সাইরেন বাজিয়ে শব্দদূষণকারীদের বিরুদ্ধে খুব দ্রুতই ব্যবস্থা নিতে যাচ্ছেন মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. জাকারিয়া। 

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবের ইলেক্ট্রনিক্স ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের সামনে এমন আশ্বাস দেন পুলিশ সুপার মো. জাকারিয়া।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা মৌলভীবাজার শহরের বেশ কয়েকটি স্পটে ফুটপাত দখল,জেলার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন,মোহাজিরাবাদ এলাকায় ভুমি জালিয়াত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া,মনু ও ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ,গ্রামে গ্রামে ছড়িয়ে পড়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া,অবৈধ টমটম ও সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ,ইভটিজিং,হাওরে পাখি শিকার বন্ধ,শব্দদুষণসহ নানা বিষয়ে প্রস্তাব তুলে ধরে বক্তব্য দেন। এবিষয়ে পুলিশ সুপার এক সাপ্তাহের মধ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধবতন পুলিশ কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন।

মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধবতন কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন,মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো, জিয়াউর রহমান জিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাসান নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. মুজাদিুল ইসলাম ও ডিআইও (১) মো. আবু তাহের।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সরোয়ার আহমেদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমেদ,ইমজার সাধারণ সম্পাদক বকসী মিছবাউর রহমান, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি ফেরদৌস আহমেদ দুলাল, এ কাত্তর টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাত, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টর মু.ইমাদ উদ-দীন, দৈনিক দেশরূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি রিপন দে, যমুনা টিভির জেলা প্রতিনিধি আফরোজ আহমেদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি অদুদ আহমদ, একুশে টিভির জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি হুসাইন আহমদ, দৈনিক বাংলা৭১ প্রতিনিধি আব্দুল কাইয়ুম প্রমুখ।

(একে/এসপি/জানুয়ারি ১৯, ২০২১)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test