E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

কুড়িগ্রামে নদী ভাঙন রোধে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন

২০২১ জানুয়ারি ১৯ ১৯:২৫:৩৭
কুড়িগ্রামে নদী ভাঙন রোধে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : ব্রহ্মপুত্র ও হলহলিয়া নদীর ভাঙনে বিপর্যস্ত কুড়িগ্রাম জেলা থেকে নদী বিচ্ছিন্ন রৌমারী ও চর রাজীবপুর এলাকার ভাঙন কবলিতরা নদীর ভাঙন রোধে সমাবেশ, প্রতিবাদ মিছিল, ৪ দফা দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে। 

মঙ্গলবার বিকেল ৩টায় রৌমারী ও রাজীবপুর থেকে নৌকাযোগে আসা অর্ধ সহস্রাধিক মানুষ প্রতিবাদ মিছিল নিয়ে শহরে প্রবেশ করে। এসময় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করে। কুড়িগ্রাম জেলা ও রৌমারী উপজেলা বাসদ যৌথভাবে কর্মসূচি আয়োজন করে।

এসময় বক্তব্য রাখেন রৌমারী বাসদ’র আহবায়ক আবুল বাসার মঞ্জু, রংপুর বিভাগীয় সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস, কুড়িগ্রাম জেলা বাসদ সমন্বয়ক কমরেড ফুলবর রহমান, রৌমারী বাসদের কমরেড সফিকুর রহমান, রমিচ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, রৌমারীকে রক্ষা করতে হলে ব্রহ্মপূত্রের পূর্ব পাড়ে টেকসই বাঁধ নির্মাণ, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পূণর্বাসন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ এবং রৌমারী রাজীবপুর থেকে কুড়িগ্রাম জেলা সদরে নৌপথে যাতায়াতের জন্য সরকারিভাবে আধূনিক যানবাহন চলাচলের ব্যবস্থা গ্রহন করা।

দাবী মানা না হলে আগামি মার্চ মাসে ৩০টি অঞ্চলে মিছিল ও সমাবেশকরণ, এপ্রিল মাসে নদী ভাঙন প্রতিরোধে কনভেশন, মে মাসে জেলায় জেলায় স্মারকলিপি পেশ এবং লংমার্চসহ বৃহত্তর কর্মসূচির ঘোষনা দেয়া হবে।

(পিএস/এসপি/জানুয়ারি ১৯, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মার্চ ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test