E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দৌলতদিয়ায় জমি দখল নিয়ে দুই পরিবারের সংঘর্ষে আহত ১০

২০২১ জানুয়ারি ২০ ১৫:২৪:৫৯
দৌলতদিয়ায় জমি দখল নিয়ে দুই পরিবারের সংঘর্ষে আহত ১০

এম এ হিরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বেসরকারি এনজিও প্রতিষ্ঠান আশা অফিসের সামনে ঘর ও জমির বিবাদে সংঘর্ষে নরীসহ ১০ জন আহত হয়েছেন ।

জমি দখল নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে জখম হলেন তিন মহিলা-সহ ১০ জন। মঙ্গলবার সন্ধায় দৌলতদিয়ায় বেসরকারি এনজিও প্রতিষ্ঠান আশা অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহতেরা চিকিৎসাধীন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন । ঘটনাটি ঘটে রানী বাড়ীওলী ৫০ ও হাই মোল্লার ৬০ এর সাথে ।

রানী বাড়ীওলী এ ব্যাপারে জানান, আমার সাথে হাই মোল্লার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সেজন্য আমার টাকা-পয়সা দিয়ে গড়ে তোলা বাড়ি ও জমিতে তাকে থাকতে দেয়া হয়েছিল। এখন সে অন্য একটি বিয়ে করেছে । তার সংসার অন্যভাবে করতে চেষ্টা করছে। আমার পুত্র হয়েছে আমি আমার ঘর ফেরত চাইতে আজ এখানে এসেছি। আপনারা সকলে মিলে আমার ঘর আমাকে বুঝিয়ে দেন।

এ ব্যাপারে হাই মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, রানীর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল আমি তার স্বামীর মতো ছিলাম। আমি আমার জীবনের অর্জিত টাকা দিয়ে এই বাড়িটি করেছি । জমির মালিকের কাছ থেকে জমি লিজ নিয়ে আমি এই বাড়িটি করেছি। আমার জীবন থাকতে অন্য কাউকে দখল নিতে দেব না।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ্-আল- তায়াবীর বলেন, মঙ্গলবার রাতে দু’পক্ষই লিখিত অভিযোগ করেছে তদন্ত শুরু হয়েছে।

(ওএস/এসপি/জানুয়ারি ২০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test