E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ

২০২১ জানুয়ারি ২০ ১৫:৪৫:২১
গাজীপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬স্বতন্ত্র পদাতিক বিগ্রেড তত্বাবধানে দুস্থদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ, হ্যান্ড সেনিটাইজার, মাস্ক ও কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার দিনব্যাপী গাজীপুরের সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজ মাঠে এসব সামগ্রি বিতরণ করা হয়।

সেনাবাহিনীর অধিনায়ক লে. কর্ণেল মো. আনোয়ার জাহিদ জানান, প্রতিবছরের ন্যায় এবছরও শীতকালীন প্রশিক্ষণ চলাকালীন সময়ে শীতার্ত ও দু:স্থ মানুষের মাঝে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনায় ভাওয়াল মির্জাপুর এলাকায় কম্বল বিতরণ ও দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, কোভিড-১৯ মহামারী চলাকালীন সময়ে যে সকল রোগী হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ / চিকিৎসা নিতে পারছেন না তাদের চিকিৎসা পরামর্শসহ করোনাকালীন সময়ে করণীয় বিষয়েও পরামর্শ দেয়া হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রায় ৩০০ রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা, ঔষধ, হ্যান্ড সেনিটাইজার, মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও দু:স্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

(এস/এসপি/জানুয়ারি ২০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test