E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দিতে লন্ডন প্রবাসী লিটন বিশ্বাসের কম্বল বিতরণ

২০২১ জানুয়ারি ২০ ১৮:৩৬:১৬
বালিয়াকান্দিতে লন্ডন প্রবাসী লিটন বিশ্বাসের কম্বল বিতরণ

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের বন্যাতৈল গ্রামের, বন্যাতৈল শ্যামা মন্দির ও সার্বজনিন কার্তানী মন্দির প্রাঙ্গনে, বর্তমান চেয়ারম্যান বাবু নৃপেন্দ্রনার্থ বিশ্বাস এর জ্যষ্ঠ সন্তান লন্ডন প্রবাসী বাবু লিটন কুমার বিশ্বাস (উৎপল) এর নিজেস্ব অর্থায়নে জঙ্গল ইউনিয়নে বিভিন্ন গ্রামেরযেমন, জঙ্গল, অলঙ্কাপুর, রাশখোলা, সমাধীনগর, পোটরা, সাধুখালী, বলাকুন্ডু, কুশ্যামলার মানুষের মাঝে ৩৫০ জন দুস্থ অসহয় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন। 

এতে উপস্থিতি ছিলেন বাবু অনুপ কুমার বিশ্বাস, সুদয়ঞ্জন বিশ্বাস,উৎপল বিশ্বাস,নিতাই ম-ল,দিপঙ্কর বিশ্বাসসহ আরো অনেকে। কম্বল পেয়ে সবাই খুশি। বন্যাতৈল গ্রামের শীতবস্ত্র পাওয়া বিনোদ বিশ্বাস বলেন এই কনকনে শীতে আমরা শীতবস্ত্র কম্বল পেয়ে খুশি, অন্তত হলেও শীত নিবারণের ব্যবস্থা হলো।

চরপোটরা গ্রামের কমল সরকার বলেন, মানুষের পাশে বাবু উৎপল বিশ্বাস যেন এভাবে আমাদের পাশে থাকেন সবসময় । এছাড়াও বাবু লিটন কুমার বিশ্বাস (উৎপল) এর নিজেস্ব অর্থায়নে জঙ্গল ইউনিয়নে বিভিন্ন এলাকার ১৪টি গীতাস্কুল চলে যার ছাত্রছাত্রী সংখ্যা ৮০০ শতাধীক রয়েছেন। তিনি এইসব স্কুলের শিক্ষক কর্মচারীদের দেখভাল নিজেই করেন। জঙ্গল ইউনিয়ন যুবসংঘ ক্লাব তার অর্থায়নে চলে, এছাড়াও এলাকায় মন্দির, খেলাধুলা ও ধর্মীয় অনুষ্ঠানসহ এলাকার গরীব দুঃখী মানুষের মাঝে সকল প্রাকার আর্থিক সহোযোগিতা করে থাকেন এবং সামাজিক উন্নয়নে ব্যাপক ভুমিকা পালন করেন।

(একে/এসপি/জানুয়ারি ২০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test