E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে ৪টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

২০২১ জানুয়ারি ২১ ১৬:৫১:১৯
ফরিদপুরে ৪টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বিভিন্নস্থানে অবৈধ এবং নিময়নীতির তোয়াক্কা না করে গড়ে উঠা চারটি ইটভাটায় অভিযান পরিচালনা করে সেগুলো গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এ ছাড়া একটি ভাটাকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মধুখালী উপজেলার তিনটি এবং ফরিদপুরের দু’টি ইটভাটায় এ অভিযান চলে।

সংশ্লিষ্ট ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, কোন প্রকার বৈধ কাগজপত্র এবং নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন যাবত ইটভাটার কার্যক্রম চটালানোর অপরাধে ফরিদপুর সদর উপজেলার মেসার্স মন্ডল ব্রিকসে নামক অবৈধ ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়। ভাটার চিমনি ও সরঞ্জাম বিকল করা হয়। পরে সদর উপজেলার মেসার্স সাজিদ ব্রিকসে নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনা করায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এরপর দুপুর হতে মধুখালী উপজেলার মেসার্স আশরাফ ব্রিকস, এমকে জেডসহ তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে চিমনিসহ সহ সকল সরঞ্জাম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

ইটভাটায় এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ ও পরিবেশ অধিদপ্তর ঢাকার ম্যাজিস্ট্রেট মো. সাদেকুর রহমান সবুজ। এসময় র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কয়েকটি দল সহায়তা করেন।

পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ এইচ এম রাশেদ জানান, ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় বেশকিছু ইটভাটা অবৈধভাবে ইট তৈরি করছে। আমরা তাদের বিভিন্ন সময় সতর্ক করে নোটিশ দিয়েছি। কিন্তু ভাটা মালিকেরা কোন নিয়মনীতির তোয়াক্কা না করে ভাটার কার্যক্রম চালিয়ে আসছিল। ফলে আজকের অভিযানে এর মধ্যে কয়েকটি ইটভাটা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। ফরিদপুরে যেসব অবৈধ ইটভাটা রয়েছে তা পর্যায়ক্রমে অপসারণ করা হবে বলেও জানান তিনি।

(ডিসি/এসপি/জানুয়ারি ২১, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test