E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শনিবার স্বপ্নের ঘর পাচ্ছেন সাতক্ষীরার ১১৪৮ পরিবার

২০২১ জানুয়ারি ২১ ১৯:১৩:৫৭
শনিবার স্বপ্নের ঘর পাচ্ছেন সাতক্ষীরার ১১৪৮ পরিবার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মুজিব শতবর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের স্বপ্নের নতুন ঘর উদ্বোধনের অপেক্ষায়। সাতক্ষীরায় প্রথম ধাপে লাল সবুজের স্বপ্নের নতুন ঘর পাচ্ছেন এক হাজার ১৪৮টি পরিবার।

আগামী শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন। সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মলনে এ কথা জানান।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তরের জন্য জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। উদ্বোধনের পর ঘরের চাবি তুলে দেয়া হবে দরিদ্র এসব মানুষের হাতে। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান জাহিদ তুষার ঘরের চাবি হস্তান্তর করবেন। যাদের জমি আছে ঘর নেই অথবা জমি ঘর কিছুই নেই তাদের চোখে মুখে এখন পাঁকা ঘরে বসবাস এবং বেঁচে থাকার নতুন স্বপ্ন।

প্রতিটি মুহূর্তে ঝুঁকিপূর্ণ ও উপকূলীয় জেলা সাতক্ষীরার দরিদ্র ও ভুমিহীন শ্রেণির মানুষের বসবাস গাং-খাল-নদীর চরে ও মৎস্য ঘেরের ধারে। এসব মানুষের জীবন জীবিকা শ্রম বিক্রি, মাছ ধরা বা ভ্যান চালানোর উপর নির্ভরশীল, সেই সব দরিদ্র মানুষ এবার ইটের তৈরি দুটি রুম, একটি বারান্দা, বাথরুম, রান্নাঘরসহ পাকা বাড়ি পাবেন। এতে তাদের নতুন করে বেঁচে থাকার নতুন স্বপ্ন পূরণ হবে। ফলে ‘মুজিব বর্ষের অঙ্গীকার-গৃহহীন থাকবে না একটি পরিবার’ এ প্রকল্প বাস্তবায়নে আশার আলো দেখতে শুরু করেছে হতদরিদ্র মানুষ। শুধু ঘর নয়, সঙ্গে পাচ্ছেন জমির দলিলও।

এতে দরিদ্র শ্রেণির মানুষ ঘর পেয়ে জানালেন খুশির কথা। আর দ্রুতগতিতে কাজ করতে হচ্ছে জানালেন নির্মাণের সাথে সংশ্লিষ্টরা। সাতক্ষীরা জেলা দুর্যোগ কবলিত হওয়ায় নির্মাণ সামগ্রীর গুণগত মান ঠিক রেখে গৃহ নির্মাণ কাজ শেষ হয়েছে।

(আরকে/এসপি/জানুয়ারি ২১, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test