E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়াডাঙ্গায় চার কোটি টাকার ভারতীয় মালামাল আটক

২০১৪ আগস্ট ২৩ ১৫:৫৪:৪৩
চুয়াডাঙ্গায় চার কোটি টাকার ভারতীয় মালামাল আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদে অভিযান চালিয়ে ৪ কোটি ৭ লাশ ২০ হাজার টাকার ট্রাক বোঝাই ভারতীয় শাড়ি-কাপড় আটক করেছে। শনিবার বেলা ১১টায় বিজিবি-৬ ব্যাটলিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটলিয়নের অতিরিক্ত পরিচালক আনোয়ার জাহিদ জানান, চুয়াডাঙ্গা বিজিবির আওতাভুক্ত ঝিনাইদহ ক্যাডেট কলেজের অদূরে গোপন সংবাদে শুক্রবার বিকালে অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় শাড়ি-কাপড় বোঝাই একটি ট্রাক আটক করে চুয়াডাঙ্গাস্থ সদর দপ্তরে নিয়ে তল্লাশী করা হয়। আটককৃত ট্রাক থেকে ৫ হাজার ৯৬৪টি শাড়ি, ৫৭৯টি থ্রিপিচ এবং ২ হাজার ৮৫২ মিটার থানকাপড় উদ্ধার করা হয়। এসব মালের আনুমানিক মূল্য ৪ কোটি ৭ লাশ ২০ হাজার টাকা।
(জেএ/এএস/আগস্ট ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test