E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে ৫০ ভূমিহীন পরিবারকে গৃহ প্রদান

২০২১ জানুয়ারি ২৩ ১৭:১০:১০
ঈশ্বরগঞ্জে ৫০ ভূমিহীন পরিবারকে গৃহ প্রদান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রথম পর্যায়ে ৫০ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়েছে। 

শনিবার দুপুরে সারাদেশে একযোগে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম ওই ঘর হস্তান্তর করেন।

শনিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে ঈশ^রগঞ্জ ইউনিয়নে ১৩টি, সোহাগী ইউনিয়নে ১৩টি, সরিষা ইউনিয়নে ৮টি, আঠারবাড়ী ইউনিয়নে ২টি, উচাখিলা ইউনিয়নে ৯টি ও বড়হিত ইউনিয়নে ৫টিসহ মোট ৫০টি ঘর বুঝিয়ে দেয়া হয়।

ওই সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, উপজলো পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, ইউপি চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

(এন/এসপি/জানুয়ারি ২৩, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test