E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শালিখার নতুন ঘর পেলো ৫০ গৃহহীন পরিবার   

২০২১ জানুয়ারি ২৩ ১৭:৫৩:৪৮
শালিখার নতুন ঘর পেলো ৫০ গৃহহীন পরিবার   

মাগুরা প্রতিনিধি : মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত শালিখার ৫০ টি ভূমিহীন পরিবারের জমির দলিল ও গৃহ প্রদান করনে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। 

আজ শনিবার সকালে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের পর শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি উপজেলার ভুমি ও গৃহহীনদের হাতে এ উপহার তুলে দেন।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন এর সভাপতিতে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যড.মোঃ কামাল হোসেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, শালিখা থানা অফিসার ইনর্চাজ মোঃ তরীকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যড. শ্যামল কুমারদে, সাধারন সম্পাদক মোঃ আরজ আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃরেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ জেসমীন আক্তার শাবানাসহ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং শালিখা প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শালিখা উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোঃ মনিরুজ্জামান।

(ডিসি/এসপি/জানুয়ারি ২৩, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test