E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুষ্ঠু ও স্বচ্ছ ভোট গ্রহণের স্বার্থে যা দরকার করা হবে : কবিতা খানম

২০২১ জানুয়ারি ২৪ ১৭:৩৮:০৮
সুষ্ঠু ও স্বচ্ছ ভোট গ্রহণের স্বার্থে যা দরকার করা হবে : কবিতা খানম

নওগাঁ প্রতিনিধি : নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে যা যা করার দরকার তা করা হবে। কেউ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সেভাবেই নির্দেশ দেয়া আছে। রবিবার দুপুরে নওগাঁ সদর ও ধামইরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কবিতা খানম এ কথা বলেছেন। 

কবিতা খানম বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে আমার কাছে যেটুকু খবর এসেছে এবং আজকে প্রার্থীদের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে নওগাঁ ও ধামইরহাট পৌরসভা নির্বাচনে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের বড় ধরণের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এখন ভোটের পরিবেশ সুষ্টু রয়েছে। আশা করছি, ভোটের দিন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকবে।’

তিনি বলেন, ‘এই জেলায় আমার জন্ম। এখানে এমন কোনো নির্বাচন চাই না, যেটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের নমুনা হয়ে থাকুক। আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে নওগাঁ সদর ও ধামইরহাট পৌরসভা নির্বাচনে ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ যেন নষ্ট না হয়, এই নির্দেশনা কমিশন থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে থাকবে।’

প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে নওগাঁ ও ধামইরহাট পৌরসভায় নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই কবিতা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতত্বে ওই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা হাছান মাহমুদ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন প্রমুখ।

আগামী ৩০ জানুয়ারি নওগাঁ ও ধামইরহাট পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নওগাঁ পৌরসভায় মেয়র পদে পাঁচজন এবং ধামইরহাট পৌরসভায় মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(বিএস/এসপি/জানুয়ারি ২৪, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test