E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ পৌরসভার নির্বাচনী প্রচারণা জমজমাট

২০২১ জানুয়ারি ২৫ ১৯:৩১:২৪
নওগাঁ পৌরসভার নির্বাচনী প্রচারণা জমজমাট

নওগাঁ প্রতিনিধি : আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁ পৌরসভার নির্বাচন। তীব্র শীত আর ঘনকুয়াশাকে উপেক্ষা করে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। বিকেল হলেই প্রচার মাইকের শব্দে তোলপাড় পুরো পৌর এলাকা। পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে পুরো তিলোত্তমা শহর নওগাঁ। 

এ নির্বাচনে মেয়র পদে ৫জন, সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১৯ জন এবং সাধারন কাউন্সিলর (পুরুষ) পদে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। রবিবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত শহরের ৯নং ওয়ার্ডের পিরোজপুর ও খিদিরপুরসহ ৪ নং ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় নির্মল কৃষ্ণ সাহার নৌকা মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারনা চালান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ও রাজশাহীর বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল সরকার।

এসময় তার সঙ্গে ছিলেন, রাজশাহী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অম্বর সরকার, সাধারন সম্পাদক কাঞ্চন রায় চৌধুরী, রাজশাহী জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অসিত ঘোষ, নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিশ^জিৎ সরকার মনি, সাংগঠনিক সম্পাদক মাধব কর্মকার, যুগ্ম সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার, পিরোজপুর শ্রীশ্রী আনন্দময়ী কালি মন্দির কমিটির সভাপতি শশাঙ্ক সরকার প্রমুখ।

আসন্ন নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা নৌকা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এছাড়াও মাঠে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নজমুল হক সনি ধানের শীষ, জাতীয় পার্টির ইফতারুল ইসলাম বকুল লাঙ্গল, ইসলামী আন্দোলনের আতিকুর রহমান আতিক হাতপাখা ও স্বতন্ত্র প্রার্থী ইকবাল শাহরিয়ার রাসেল নারিকেল গাছ প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন।

এই নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন প্রার্থীরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, মিটিং ও সিটিং করছেন। বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিচ্ছেন সাধারন মানুষদের কাছে। দলের প্রতি আনুগত্য, বিশ্বস্ততা এবং জনসেবায় নির্মল কৃষ্ণ সাহা এক অনন্য দৃষ্টান্ত। তিনি সব সময় পৌর সভার পিছিয়ে পড়া, ছিন্নমূল, অসহায়, গরীব, খেটে-খাওয়া মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

নির্মল কৃষ্ণ সাহা বলেন, পৌরবাসী মেয়র পদে পরিবর্তন চায়। বিগত সময়ের কোন মেয়রই ব্যবসায়ীদের জন্য বা সাধারন মানুষের জন্য কোন কাজ করেননি। তাই পৌরবাসী এবার একজন জনবান্ধব প্রার্থীকে মেয়র হিসেবে দেখতে চান বলেই আমি নির্বাচনের মাঠে নেমেছি। দলমত নির্বিশেষে সকল বিভেদ ভুলে বর্তমান সরকারের উন্নয়নের ধারায় সবাইকে সম্পৃক্ত করতে চাই। ১৯৬৩সালের ৭ডিসেম্বর ৩৮দশমিক ৩৬বর্গকিলোমিটার এলাকা জুড়ে যাত্রা শুরু করা নওগাঁ পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয় ১৯৮৯সালে। বর্তমানে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১লাখ ১৬হাজার ৯১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ১৭৫ জন এবং নারী ভোটার ৫৮ হাজার ৯১৬ জন।

(বিএস/এসপি/জানুয়ারি ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test