E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জের ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন রবিবার

২০১৪ আগস্ট ২৩ ১৬:৫৩:১৭
হবিগঞ্জের ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন রবিবার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের ২টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে রবিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। এর মধ্যে লাখাই উপজেলার করাব ইউনিয়নে ৩ জন এবং আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ৭ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ২টি ইউনিয়নেই ভোটারদের মধ্যে উৎসবের আমেজ । নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন অফিস, জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ। ইতিমধ্যেই ঝুকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে এগুলোতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। অপরদিকে আজমিরীগঞ্জ সদর ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী হুমায়ূন শেখ অপর প্রার্থী শামছু মিয়ার পক্ষের লোকজনের বিরুদ্ধে থানায় একটি জিডি করেছেন। এতে তিনি উল্লেখ করেন, ওই প্রার্থীর লোকজন নির্বাচনের পর তাকে দেখে নেয়ার হুমকি দিয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, করাব ইউনিয়নে উপ-নির্বাচনে ৯টি কেন্দ্রের সবক’টিই ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অতিঝুকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৩টি। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৩ হাজার ৩৭০ জন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ১২০ জন দায়িত্ব পালন করছেন। এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হচ্ছেন- বুল্লা বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ বাদশা মিয়া (আনারস), আওয়ামী লীগ নেতা আব্দুল হাই কামাল (কাপ পিরিছ) ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকের ছেলে মনিরুল আলম ওরফে জসিম উদ্দিন (তালা)। এর মধ্যে বিগত নির্বাচনে বাদশা মিয়া ও আব্দুল হাই কামাল প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আর প্রথমবারের মত লড়ছেন জসিম উদ্দিন। ভোটাররা জানান, প্রার্থীরা ৩ জন তিনটি বড় গ্রামের বাসিন্দা হওয়ায় তাদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। তারা প্রত্যেকেই নির্বাচনকে প্রেস্টিজ ইস্যু হিসেবে নিয়েছেন।
এদিকে আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৫ হাজার ৬২৩ জন। এখানে ৯টি কেন্দ্র থাকলেও কোনটিই ঝুকিপূর্ণ হিসেবে ধরা হয়নি। এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী ৭ প্রার্থী হচ্ছেন- আব্দুল আওয়াল, মশক আলী, হুমায়ূন শেখ, মোহন মিয়া তালুকদার, ইসমাইল মিয়া, শামছু মিয়া ও বাবলু রায়। নির্বাচনে ৯ জন প্রিসাইডিং অফিসার, ৮১ জন পুরুষ আনসার, ৭২ জন মহিলা আনসার, ৭২ জন পুলিশ, ৩টি পুলিশ মোবাইল কোর্ট, ১টি পুলিশ স্ট্রাইকিং ফোর্স এবং ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুইটি মোবাইল কোর্ট কাজ করছে।
উল্লেখ্য, গত ২৩ মার্চ লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে করাব ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ এবং আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সদর ইউপি চেয়ারম্যান আতর আলী মিয়া নির্বাচিত হওয়ায় এ দু’টি ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
(পিডিএস/এএস/আগস্ট ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test