E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাঙ্গাবালীতে ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা !

২০১৪ আগস্ট ২৩ ১৭:০০:১৯
রাঙ্গাবালীতে ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা !

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহম্মদ নজরুল ইসলাম এবং সচিব মো. জাকির হোসেনের বিরুদ্ধে সরকারি এবং বেসরকারি বিভিন্ন উন্নয়ন খাতের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। একই ইউনিয়ন পরিষদের মেম্বার মোস্তাফিজুর রহমান বাদি হয়ে পটুয়াখালী দায়রা ও সিনিয়র বিশেষ জজ আদালতে এ মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম এবং ইউপি সচিব জাকির হোসেন ২০১১-২০১২, ২০১২-২০১৩ এবং ২০১৩-২০১৪ অর্থবছরে এলজিএসপি-২ এর বরাদ্দ ১০ লাখ ৯৪ হাজার টাকার কোন কাজ না করে আত্মসাত করেছেন। ইউনিয়নের উত্তরীপাড়ার জামে মসজিদ সংস্কারের জন্য টিআর খাতের ছয় লাখ টাকা মূল্যের ৩০ মেট্রিকটন চাল উত্তোলন করে তা আত্মসাত করেন। ২০১১ সাল থেকে ২০১৪ সালের জুলাই মাস পর্যন্ত রাজস্ব খাতের ১ শতাংশ হারে মোট পাঁচ লাখ টাকা চেয়ারম্যান মোম্মদ নজরুল ইসলাম এবং সচিব জাকির হোসেন ভূয়া কমিটি দেখিয়ে রেজুলেশন খাতায় জাল স্বাক্ষর দিয়ে আত্মসাত করেন। বাহেরচর বাজারসহ রাঙ্গাবালীর বিভিন্ন বাজারের উন্নয়ন খাতে বরাদ্দ করা ১০ লাখ টাকা উন্নয়ন কাজ না করেই ভূয়া কমিটি দেখিয়ে আত্মসাত করেন। ২০১১ সাল থেকে ২০১৪ সালের জুলাই মাস পর্যন্ত চেয়ারম্যান ও সচিব এভাবে বিভিন্ন খাতের এক কোটি ৫২ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাত করেন। এ মামলায় ইউনিয়নের ৮ জন মেম্বারকে স্বাক্ষী করা হয়েছে।
এ মামলার বিষয়ে নজরুল ইসলাম জানান, তাকে হেয় করার জন্য এ মামলা সাজানো হয়েছে। অভিযোগগুলো সঠিক নয়। এলাকার একজন প্রভাবশালী রাজনীতিকের উসকানিতে এসব ঘটনা ঘটছে।
(এসএলডি/এএস/আগস্ট ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test