E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে নকল সিরাপ উদ্ধার, দুইজনের জরিমানা

২০১৪ আগস্ট ২৩ ১৭:১৯:৪৭
চাটমোহরে নকল সিরাপ উদ্ধার, দুইজনের জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে নকল যৌন উত্তেজক ‘জিনসিন প্লাস’ সিরাপ বাজারজাত করার অভিযোগে শনিবার দুপুরে দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হলো, সিরাজগঞ্জের বাঘাবাড়ি দক্ষিণপাড়া গ্রামের আফসার আলীর ছেলে আব্দুল মান্নান (৩০) ও চাটমোহর উপজেলার বৃ-গুয়াখড়া গ্রামের জামাত আলীর ছেলে আদম খান (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার নতুন বাজারে একটি মুদি দোকানে ইনট্রা ফার্মাসিউটিক্যাল ইউনানী লিমিটেডের উৎপাদিত জিনসিন প্লাস সিরাপের মোড়ক হুবহু নকল করে একই নাম ব্যবহার করে দীর্ঘদিন বাজারজাত করে আসছিলো।
ইনট্রা ফার্মাসিউটিক্যাল ইউনানী লিমিটেডের কর্মাশিয়াল ম্যানেজার ফারুক হোসেন থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে এএসআই মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে যৌন উত্তেজক নকল ‘জিনসিন প্লাস’ সিরাপসহ দু’জনকে আটক করে। এসময় ১৫ কাটনে মোট ৩৬০ বোতল সিরাপ উদ্ধার করে।
পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শফিকুল ইসলাম প্রাথমিকভাবে নকল প্রমানিত হওয়ায় আটকৃত দু’জনকে এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। জরিমানা দিয়ে দু’জন মুক্ত হয়।
জব্দকৃত নকল যৌন উত্তেজক ‘জিনসিন প্লাস’ সিরাপ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলে জানা গেছে।
(এসএইচএম/এএস/আগস্ট ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test