E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সদরপুরে বতু-মজিবরের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৭

২০২১ জানুয়ারি ২৮ ১৬:০৯:৫৫
সদরপুরে বতু-মজিবরের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৭

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষ সাতজন আহত হয়েছেন। আহতরা সদরপুর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুই পক্ষের সংঘর্ষের জের ধরে এলাকায় থমথম ভাব বিরাজ করছে।

বুধবার সকাল ৯টার দিকে দুথপক্ষের লোকজন ঢাল,সড়র্কি নিয়ে রাস্তার বেড়িয়ে পড়ে। এ ঘটনার সংবাদ পেয়ে সদরপুর থানার পুলিশ নিয়ন্ত্রন করে আসলেও পুনরায় আবার সংঘর্ষ বাঁধে দুথপক্ষের মধ্যে।

পুলিশ ও গ্রামের লোকজন জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দুর্বারটেক ও মৈজদ্দিন মাতুব্বর কান্দি গ্রামের মোঃ সুরুজ হাওলাদার ওরফে বতু মাতুব্বর ও মোঃ মুজিবুর রহমান মাতুব্বরের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় বিরোধ চলে আসছে। এরই জের ধরে দুপক্ষের লোকজন ঢাল-সড়কি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে বতু মাতুব্বরের গ্রুপের নুরুন নাহার বেগম(৩৫), জয়গুন নেছা (৭০), মোশারফ হোসেন(৫০), জাহাঙ্গীর মাতুব্বর(৫১) এবং মজিবর মাতুব্বরের গ্রুপের নুরুল হক শিকদার(৬০), ইসকান মাঝি (৪৫),রুস্তম বেপারী(৫১) মোট সাতজন আহত রয়েছে।

এলাকাবাসী জানান, দুপক্ষের দ্বন্ধের কারনে আমরা বিপাকে রয়েছি। কখন কোন পক্ষ কাকে আক্রমন করে তা নিয়ে সংশয়ে রয়েছি। আমরা এলাকায় শান্তি চাই।

এ ব্যাপারে সদরপুর থানার এসআই সঞ্জয় জানান, ওই এলাকায় দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ আছে। তার জেরে তুচ্ছ ঘটনায় এ ধরনের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

(ডিসি/এসপি/জানুয়ারি ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test