E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা, আহত ৪ 

২০২১ জানুয়ারি ২৮ ২১:১০:৩১
মৌলভীবাজারে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা, আহত ৪ 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর ও জেলা শ্রমিকলীগের সভাপতি আছাদ হোসেন মক্কুর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় কলেজ গেইট সংলগ্ন তাঁর নির্বাচনী কার্যালয়ে থাকা ৪ জন সমর্থক আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ২নং ওয়ার্ডের মিশন রোডে অবস্থিত কাউন্সিলর প্রার্থী আছাদ হোসেন মক্কুর নির্বাচনী কার্যালয় ও একই সময়ে কোর্ট মার্কেটে অবস্থিত তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে ব্যপক ভাংচুর চালানো হয়। ভাংচুর চালিয়ে আছাদ হোসেন মক্কুর ব্যক্তিগত গাড়িটির সামনের ও পিছনের গ্লাসও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।

আছাদ হোসেন মক্কু জানান,তার প্রতিদ্বন্ধি কাউন্সিলর প্রার্থী ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ পিন্টু আহমদ এর সমর্থকরা মিছিল করে ধারালো অস্ত্র নিয়ে তার কার্যালয়ে হামলা চালায়। এসময় কার্যালয়ে থাকা ৪ জন সমর্থক গুরুত্বর আহত হন।

আহত বাবুল মিয়া, বিলাল মিয়া, আব্দুল বাছিত ও মোহিত মিয়াকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বিলাল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় আছাদ হোসেন মক্কু মামলা দায়েরে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

নির্বাচনী অফিস ভাংচুর ও হামলার খবর পেয়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্য উপস্থিত হন। ঘটনার পর থেকে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করতে দেখায় যায়।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কি কারনে এই ঘটনার তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করলে পুলিশ আইনগত প্রদক্ষেপ নেবে।

(একে/এসপি/জানুয়ারি ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test