E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে ৩ পৌরসভার ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন

২০২১ জানুয়ারি ২৯ ১৬:০৫:৪৫
শরীয়তপুরে ৩ পৌরসভার ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন

শরীয়তপুর প্রতিনিধি : পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে আগামীকাল শনিবার শরীয়তপুরের ৩টি পৌরসভায় ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলা রিটার্নিং অফিসার। জেলার জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ পৌরসভার সকল কেন্দ্রে নির্বাচনের উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু করে বেলা ২টা পর্যন্ত উপকরণ বিতরণের কাজ সম্পন্ন করা হয়। রাত পোহালেই ভোট।

আগামীকাল ৩০ জানুয়ারি, শনিবার সকাল ৮টা থেকে তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। সে লক্ষ্যে ইতোমধ্যে শরীয়তপুরের ৩টি পৌরসভার সকল কেন্দ্রে নির্বাচনী উপকরণ প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দেয়া হয়েছে। প্রতিটি পৌরসভার স্ব স্ব উপজেলা নির্বাচন অফিসার এ উপকরণ বিতরণ করেন। প্রতিটি পৌরসভায় ৯টি করে ওয়ার্ড এবং ১৮টি কেন্দ্র রয়েছে। নির্বাচনের জন্য নির্বাচনী এলাকায় অতিরিক্ত আইন শৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে । ইতমধ্যে র‌্যাব ও বিজিবি টহল দেওয়া শুরু করেছেন। ভোট গ্রহণের দিনের জন্য পর্যাপ্ত স্ট্রাইকিং ফোর্স রিজার্ব রাখা হয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী মেজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ জাহিদ হোসেন।

শরীয়তপুরের অনুষ্ঠিত হতে যাওয়া ৩টি পৌরসভার মধ্যে জাজিরা পৌরসভার ৪ জন মেয়র প্রার্থীসহ মোট ৫৫ জন প্রার্থীর বিপরীতে মোট ভোটার রয়েছে ১৭২৫৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮৭৫৯ জন এবং নারী ভোটার ৮৪৯৯ জন। নড়িয়া পৌরসভার ৩জন মেয়র প্রার্থীসহ মোট ৪৫ জন প্রার্থীর বিপরীতে মোট ভোটার রয়েছে ১৯৮৬৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯৮৬৬ জন এবং নারী ভোটার ১০০০৩ জন। ভেদরগঞ্জ পৌরসভায় ৩জন মেয়র প্রার্থীসহ ৩৮ জন প্রার্থীর বিপরীতে মোট ভোটার রয়েছে ৮০৯৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৪০৫৫ জন এবং নারী ভোটার ৪০৪৪জন।

উল্লেখ্য, শরীয়তপুরের ৬টি পৌরসভার মধ্যে দ্বিতীয় ধাপে শরীয়তপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে আগামীকাল হবে জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ পৌরসভার নির্বাচন। আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে হবে ডামুড্যা পৌরসভার নির্বাচন।

(কেএন/এসপি/জানুয়ারি ২৯, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test