E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাকিমপুর পৌরসভার ভোট গ্রহণ চলছে 

২০২১ জানুয়ারি ৩০ ১০:৫৭:১৬
হাকিমপুর পৌরসভার ভোট গ্রহণ চলছে 

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : আজ তৃতীয় ধাপে ৬৩ টি পৌরসভার  নির্বাচনে উত্তরের সীমান্ত ঘেষা দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার নির্বাচন চলছে। 

আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮ থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে,বিকেল ৪ পর্যন্ত।

হাকিমপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৬'শ ৩১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৭'শ ৫৩ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৮'শ ৪৭ জন। তীব্র শীতের কারণে সকালে ভোটারের অংশগ্রহণ কিছুটা কমছিলো । তবে,বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে গুলোতে বাড়বে ভোটারের সংখ্যা। নারী ভোটারের উপস্থিতি লক্ষণীয়।
পৌর সভার ৯ টি ওয়ার্ডের ১২টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে।

এইবার পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন মেয়র প্রার্থী । আওয়ামী লীগের নৌকা প্রতীকে জামিল হোসেন চলন্ত, বিএনপির ধানের শীষ প্রতীকে সাখাওত হোসেন শিল্পী, স্বতন্ত্র নারিকেল গাছ প্রতীকে মিশর উদ্দিন সুজন ও ইসলামি আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকে সুরুজ আলী শেখ। এছাড়া ৯ টি ওয়ার্ডে ৩৭ জন কাউন্সিলর ও ১০ জন মহিলা কাউন্সিলররা বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সহকারী পুলিশ সুপার হিলি সার্কল মিথুন সরকার জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য ভোট কেন্দ্রগ্রলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও র‍্যাবসহ আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম আকন্দ এ প্রতিবেদক শাহ আলম শাহী'কে জানান,হাকিমপুর পৌর নির্বাচনে ৯ ওয়ার্ডের ১২ টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের জন্য ৯ জন ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

(এস/এসপি/জানুয়ারি ৩০, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test