E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে এসেছে ৩৬ হাজার করোনার টিকা  

২০২১ জানুয়ারি ৩০ ১৭:২২:৩৩
রাজবাড়ীতে এসেছে ৩৬ হাজার করোনার টিকা  

এম এ হীরা, গোয়ালন্দ (রাজবাড়ী) : বাংলাদেশের বেক্সিমকো ওষুধ কোম্পানীর পক্ষ থেকে আজ শুক্রবার সকাল ৮টার দিকে করোনার ৩৬ হাজার টিকা রাজবাড়ীর সিভিল সার্জনের কার্যালয়ে এসে পৌছেছে। আজ সকালে রাজবাড়ী সিভিল সার্জনের নেতৃত্বে জেলা প্রশাসক, জেলা পুলিশ ও ওষুধ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহম্মদ ইব্রাহিম টিটন জানিয়েছেন, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এ টিকা প্রদান করা হবে। মুক্তিযোদ্ধা, করোনা মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী, সম্মুখসারির কর্মী, রোগ প্রতিরোধ ক্ষমতাহীন জনগোষ্ঠী, বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠী, দীর্ঘ মেয়াদি রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী, শিক্ষা কর্মী, গণপরিবহন কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা পাবে।

তিনি আরো বলেন, জেলায় পর্যাপ্ত পরিমানে টিকা সংরক্ষণের ব্যবস্থা আছে। আগামী সোমবার ও মঙ্গলবার জেলা এবং বুধবার ও বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে এ টিকা প্রদানকারীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রশিক্ষণে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশ গ্রহণ করবেন।

(এইচ/এসপি/জানুয়ারি ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test