E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নারী ভোটারদের দীর্ঘ লাইন পাথরঘাটায়

২০২১ জানুয়ারি ৩০ ১৭:৩১:১৩
নারী ভোটারদের দীর্ঘ লাইন পাথরঘাটায়

অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় ৩০ জানুয়ারি শনিবার শান্তিপূর্ণ পরিবেশে পৌর নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রেকর্ড ভঙ্গ করেছে পাথরঘাটা পৌর নির্বাচন এই পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ১৪৬ । এরমধ্যে পুরুষ ৬হাজার ১৬৭ভোটার। নারী ভোটার রয়েছে ৭১৭৯।মোট ভোটকেন্দ্র ৯টি।

এখানকার পৌর নির্বাচনকে কেন্দ্র করে গত ২৬ শে জানুয়ারির দফায় দফায় সংঘর্ষ হামলায় এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল। আর এ ঘটনায় পুলিশ সাংবাদিক স্থানীয় জনতা রক্তাক্ত জখম হওয়ার কারণে স্থানীয় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছিল। কিন্তু আজকের (শনিবার)পরিবেশে ভোটারদের মাঝে সে আতঙ্ক চোখে পড়েনি। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতির কারণে ভোটের মাঠে কোন ধরনের আতঙ্ক চোখে পড়েনি।

পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড কলেজ কেন্দ্রে পাঁচটি বুথের মধ্যে একটি বুথে বেলা ১১ টার মধ্যে এক তৃতীয়াংশ ভোট গ্রহণ করা হয়। এই অবস্থা দেখে ভোটাররাও উজ্জীবিত হন। অপর একটি কেন্দ্রে ১৯১৯ ভোটের মধ্যে বেলা ১১ টার ৬০০ ভোট গ্রহণ করা হয়।

বড় পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রের একটি বুথে বেলা ১০টা ৪১ মিনিটে গিয়ে দেখা গেছে ৩১০ ভোটের মধ্যে ১১০ ভোট কাস্ট হয়ে যায়। এখানকার প্রিসাইডিং অফিসার শিশির কুমার বড়াল সাংবাদিকদের জানান খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।

অপরদিকে ৫নং ওয়ার্ডের সুবর্ণ বড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসার মোঃ গোলাম হায়দার সাংবাদিকদের জানান, পরিস্থিতি ভালো। তবে শুক্রবার রাতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহতদের ১জন মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পরলে পরিস্থিতি কিছুটা অশান্ত হয়ে ওঠে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলেও তিনি সাংবাদিকদের জানান।

উপজেলা নির্বাচন কমিশনার সর্বতোভাবে পৌর নির্বাচন স্বচ্ছ করার জন্য যারপরনাই চেষ্টা অব্যাহত রেখেছেন।সভাপতি ও বর্তমান মেয়র আনোয়ার হোসেন আকন্দ।বিএনপির ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন সাকু। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান খান টেলিফোন, সতন্ত নারিকেল গাছ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল। অপর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী শাহ আলম মল্লিক তার মার্কা জগ।

এ রিপোর্ট তৈরিকালে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং সকল ভোটার এবং গণমাধ্যম কর্মীদেরকে ভোট গণনার চূড়ান্ত রেজাল্টের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

(এটি/এসপি/জানুয়ারি ৩০, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test