E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত পাংশা পৌরসভার মেয়র কাউন্সিলররা

২০২১ জানুয়ারি ৩১ ১৮:০৫:২২
প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত পাংশা পৌরসভার মেয়র কাউন্সিলররা

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : প্রতিদ্বন্দ্বীতায় মূলক পাংশা পৌরসভা নির্বাচনে পৌরসভার ১জন মেয়র ও ৯টি ওয়ার্ডে ৯জন কাউন্সিলররা নির্বাচিত হয়েছেন। এ পৌরসভায় মেয়র পদে ৩জন, কাউন্সিলর পদে ৪২জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী নিরবাচনে অংশ নেয়।

শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত ভোট গ্রহণের গণনা শেষে জেলা নির্বাচন কর্মকর্তা শনিবার রাত ৯টায় পাংশা উপজেলা নির্বাচন অফিসে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন। সেখানে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াজেদ আলী মাস্টার সহ প্রতিটি ওয়ার্ডে বিজয়ী সব কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করেন।

প্রতিদ্বন্দ্বিতামূলক এ নির্বাচনে বিজয়ীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ওয়াজেদ আলী মাস্টার, ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুল সোহরাব হোসেন, ২নং ওয়ার্ডে মোতালেব মোল্লা, ৩নং ওয়ার্ডে নাসির উদ্দীন খান, ৪নং ওয়ার্ডে গোবিন্দ কুন্ডু, ৫নং ওয়ার্ডে তায়জেল ইসলাম, ৬নং ওয়ার্ডে বাদশা মন্ডল, ৭নং ওয়ার্ডে খন্দকার রিপন, ৮নং ওয়ার্ডে অতুল সরদার, ৯নং ওয়ার্ডে চাঁদ আলী সরদার, সংরক্ষিত ১, ২, ৩নং লাইলী বেগম, ৪, ৫, ৬নং ওয়ার্ডে জেসমিন আক্তার ও ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে শেফালী বেগম।

উল্লেখ্য : পাংশা পৌরসভার এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৪ হাজার ৩১৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ১১৩ জন এবং নারী ভোটার ১২ হাজার ২০০ জন। যার ভোট কেন্দ্রে ভোট গ্রহণে অংশ নেয় ১৭ হাজার ৬১৮ জন। যার মধ্যে বৈধ ভোট ১৭ হাজার ২৬০ এবং অবৈধ ভোট হিসেবে গণ্য হয় ৩৫৮।

তফসিল অনুযায়ী এ পৌরসভায় ৩০ জানুয়ারি অনুষ্ঠিত ভোট গ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। নির্বাচনে এর মূল ভূমিকায় ১৭ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন।

(একে/এসপি/জানুয়ারি ৩১, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test