E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে বাড়িভাঙ্গা খালের বাঁধ অপসারণে সচেতনতামুলক সভা

২০১৪ আগস্ট ২৪ ১১:৩২:০২
নড়াইলে বাড়িভাঙ্গা খালের বাঁধ অপসারণে সচেতনতামুলক সভা

নড়াইল প্রতিনিধি : দেশীয় প্রজাতির মাছের ভান্ডারখ্যাত নড়াইলের লোহাগড়া উপজেলার বাড়ীভাঙ্গা খালের আড়াআড়ি বাধ, সুতি জাল, ভ্যাসালসহ নিষিদ্ধ উপকরণ ব্যবহার বন্ধে জনসচেতনতামুলক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে লোহাগড়া উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ব্রাহ্মণডাঙ্গা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন জেলা মৎস্য কর্মকর্তা হরিপদ মন্ডল, লোহাগড়া উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনেয়ারা হ্যাপী, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাজীব জামান রাজু, নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুর রহমান কালু, অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আবু জাফর মোল্যা, বিশিষ্ট ঘের ব্যবসায়ী মোঃ সাইদুর রহমান, ইউপি সদস্য মোঃ খায়রুল ইসলাম, গণমাধ্যমকর্মী আবদুস সাত্তার, প্রমুখ।

সভায় স্থানীয় বক্তারা অভিযোগ করেন, নড়াইল জেলার সর্ববৃহৎ বিল ইছামতির মাছ বাড়ীভাঙ্গা খাল দিনে নবগঙ্গা নদীতে ওঠানামা করে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল ওই খালে আড়াআড়ি বাধ, সুইতে জাল, ভ্যাশাল জালসহ অন্যান্য নিষিদ্ধ উপকরণ দিয়ে মাছ ধরে চলেছে। এমনকি প্রকৃত জেলেদেরকেও ওই খালে স্থানীয় কয়েকজন প্রভাবশালীকে মোটা অংকের চাঁদা দিয়ে মাছ ধরতে হয়। এলাকার নিরীহ মানুষ ভয়ে কোন প্রতিবাদ করতে পারে না।

বক্তবে জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ‘‘ নড়াইলের নবগঙ্গা ও চিত্রা নদীতে এ মৌসুমে পাট জাগ দেওয়ার কারনে মাছ মরে যাওয়ায় মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে ইছামতি বিলের মাছ যাতে নদীতে নামিয়ে দেওয়া যায় সে উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি ইছামতি বিলে মৎস্য অভয়াশ্রম তৈরির মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ রক্ষার উদ্যোগ নেয়া হচ্ছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুক্তার হোসেন বলেন, বাড়িভাঙ্গা খালে যারা আইন অমান্য করে মা মাছ নিধন করেন এবং আড়াআড়ি বাধ দিয়ে মাছ ধরে থাকেন, মুলত তাদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এসভার আয়োজন। এ বিষয়ে এলাকায় আরো সচেতনতা সৃষ্টিতে মাইকিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এরপরও যদি আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী, মৎস্যজীবি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

(টিএআর/এইচআর/আগস্ট ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test