E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়া সরকারি কলেজের হোষ্টেলে প্রতি রাতে ককটেল বিস্ফোরণ

২০১৪ আগস্ট ২৪ ১১:৪৬:৩৫
কুষ্টিয়া সরকারি কলেজের হোষ্টেলে প্রতি রাতে ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র হোষ্টেলে প্রায় প্রতি রাতেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মাঝে। প্রতিদিন গভীর রাতে ঘটছে এসব ঘটনা। ঘটনার পর পুলিশ তাজা ককটেল উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি।

হোষ্টেলের শিক্ষার্থীরা জানান, প্রতি রাতেই বিকট শব্দে একটি ককটেলের বিস্ফোরন ঘটে। বিস্ফোরনে সবার মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।

কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র সুমন বলেন, আমরা হোষ্টেলে থাকলেও আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছি। প্রায় প্রতিদিনই ককটেল বিস্ফোরন হচ্ছে। পুলিশ কাউকে আটক করতে পারছে না।

কলেজ ছাত্রলীগের আহবায়ক আরশেদ জানান, আমরা নিজেরাও হোষ্টেলে থাকি। হঠাৎ এমন ঘটনা কারা ঘটাচ্ছে বুঝতে পারছি না। সাধারন ছাত্রদের মত আমরাও ভয়ের মধ্যে আছি।

একাধিক সূত্র জানিয়েছে, কলেজে ছাত্রলীগের মধ্যে গ্রুপিং রয়েছে। একটি পক্ষ হোষ্টেলে অবস্থান করে। অন্য পক্ষ আতঙ্ক ছড়াতে প্রতি রাতে এমন ঘটনা ঘটাচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, ককটেল হামলার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা বলেন, ছাত্রদের নিরাপত্তার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আশা করছি এমন সমস্যা আর হবে না।

(কেকে/এইচআর/আগস্ট ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test