E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহিলা কাউন্সিলর প্রার্থীকে পাশ করানোর নামে ৫ লাখ টাকা হাতিয়ে নিলেন যুবলীগ নেতা শাহাজাদা 

২০২১ ফেব্রুয়ারি ০১ ১৯:২০:৪৪
মহিলা কাউন্সিলর প্রার্থীকে পাশ করানোর নামে ৫ লাখ টাকা হাতিয়ে নিলেন যুবলীগ নেতা শাহাজাদা 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে এক কাউন্সিলর প্রার্থীকে পাশ করিয়ে দেয়ার নামে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদার বিরুদ্ধে। টাকা ফেরৎ পেতে ওই নারী রোববার কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

কলারোয়া উপজেলার মির্জাপুর গ্রামের শেখ আক্তারুজ্জামানের স্ত্রী হাছিনা আক্তার ময়না জানান, তিনি পৌরসভার ৭,৮,৯নং ওয়ার্ড থেকে জবাফুল প্রতীক নিয়ে সংরক্ষতি মহিলা কাউন্সিলর পদ প্রার্থী হিসাবে বিগত পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনের আগের দিন ২৯ জানুয়ারী রাত দেড়টার দিকে কলারোয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি তুলসীডাঙ্গা গ্রামের সোনা কাজীর ছেলে কাজী আসাদুজ্জামান শাহাজাদা তার বাড়ীতে যান। জেলা পুলিশের দু’জন কর্মকর্তাকে দিয়ে জবাফুল মার্কা জয়লাভ করাতে পাঁচ লাখ টাকা দাবি করলে তিনি তাৎক্ষণিক ওই টাকা দিয়ে দেন। একইভাবে আরো কয়েকজন প্রার্থীর কাছ থেকে মাহাজাড়া টাকা নিযেছে বলে তিনি অভিযোগ করেন।

হাছিনা আক্তার ময়না অভিযোগ করে বলেন, ভোট গণনা শেষে তার নাম বিজয়ী হিসেবে তার ঘোষণা না হওয়ার কারণ জানতে চাইলে শাহাজাদা এড়িয়ে যান। রবিবার দুপুর দেড়টার দিকে কলারোয়া বাজারের শাপলা সিনেমা হলের সামনে কাজী শাহাজাদাকে পেয়ে তার ছেলে শেখ মাসুমুজ্জামান ও শেখ নাজিমুজ্জামান উক্ত টাকা ফেরত চায়। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতারক কাজী শাহাজাদা ক্ষিপ্ত হয়ে শেখ নাজিমুজ্জামানকে ধরে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে জখম করে। এ সময় পার্শ্ববর্তী লোকজন ছুঁটে এলে শাহাজাদা দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

স্থানীয়রা জানান, যুবলীগ নেতা শাহাজাদা গোপীনাথপুরের কুণ্ডু বাড়ির কয়েক কোটি টাকার জমি জাল জালিয়াাতির মাধ্যমে দখল করে নিয়েছেণ। মীর্জাপুরের বিএনটি নেতা সিরাজুল ইসলামের রানী ভাটায় পাঁচ লাখ টাকা সুদে দিয়ে স্টাম্পে ২৫ লাখ টাকা লিখে সিরাজুলের ছেলে সাজুকে ভাটা থেকে তাড়িয়ে দেন। এ ছাড়া পৌরসভার সামনে নিজ বাড়ির নীচ তলায় সুদে টাকা দিয়ে প্রকৃতি মোটরস এ মোটর সাইকেল বন্ধক রাখার ঘটনায় কয়েক লাখ টাকা প্রতারণার অভিযোগ ওঠায় গত বছরের মার্চ মাসে তৎকালিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির উল গিয়াসের কঠোর ভূমিকার কারণে পৃথক দু’টি প্রতারণার মালা হয়। রানী ভাটা জবরদখলের ব্যাপারেও শাহাজাদার বিরুদ্ধে মামলা হলে তিনি এক মাসের ও বেশি সময় ধরে জেল খাটেন। তুলসীডাঙা ভোট কেন্দ্রে জবারফুলের পক্ষে বেশ কিছু ভোট কাটলেও শাহজাদার কথা মত ব্যালটের পিছনে প্রিসাইডিং অফিসার সিল ও সাক্ষর না করায় ২৫০টি ভোট বাতিল হয়ে যায়। তাই জবাফুল প্রতীক নিয়ে ময়না হেরে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে কলারোয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদার ব্যবহৃত মোবাইল নাম্বারে সোমবার সন্ধ্যা ৬টায় কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, হাছিনা আক্তার ময়নার অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test