E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলের তিন উপজেলা বন্যা কবলিত, যমুনা নদীতে ভাঙন শুরু

২০১৪ আগস্ট ২৪ ১৪:০৩:১০
টাঙ্গাইলের তিন উপজেলা বন্যা কবলিত, যমুনা নদীতে ভাঙন শুরু

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের তিন উপজেলার আটটি ইউনিয়নের যমুনা তীরবর্তী গ্রামগুলো বন্যা কবলিত হয়ে পড়েছে। একই সাথে ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী, গাবসাড়া ও নিকরাইল ইউনিয়নে যমুনার ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে।

গত কয়েকদিন ধরে যমুনা নদীর তীরবর্তী এসব এলাকায় পানি বৃদ্ধির কারনে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ চরম আকার ধারন করেছে। ভূঞাপুর উপজেলার গাবসারা, গোবিন্দাসী ও অর্জুনা ইউনিয়নের বিভিন্ন স্থানে বালুর বস্তা ফেলে ভাঙ্গন রোধে চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। এছাড়াও গোপালপুর উপজেলার হেমনগর ও ঝাওয়াউল ইউনিয়ন এবং টাঙ্গাইল সদর উপজেলার মামুদনগর ইউনিয়নে ভাঙ্গন অব্যাহত রয়েছে। বন্যা কবলিত মানুষের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
(এমএনইউ/এএস/আগস্ট ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test