E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরীক্ষক নিজেই পরীক্ষার্থী

সোনাগাজীতে মুক্তিযোদ্ধা পুনঃযাচাইয়ের কমিটি ঘোষণা

২০২১ ফেব্রুয়ারি ০২ ১৭:৪৪:০৪
সোনাগাজীতে মুক্তিযোদ্ধা পুনঃযাচাইয়ের কমিটি ঘোষণা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর সুপারিশ ছাড়া যাঁদের নাম বীর মুক্তিযোদ্ধা হিসেবে বেসামরিক গেজেট হয়েছে তাদের মধ্যে ৩৯হাজার ৯৬১জন মুক্তিযোদ্ধার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ও জামুকা।

উক্ত তালিকায় সোনাগাজী উপজেলার ১০৪জন মুক্তিযোদ্ধার নাম রয়েছে। তাদের পুণঃযাচাইয়ের জন্য ৪সদস্যের একটি কমিটি ঘোষনা দেয় জামুকা। উক্ত কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা । তার নামই পুণঃযাচাইয়ের তালিকায় ২নং ক্রমিকে রয়েছে। অর্থাৎ পরীক্ষক নিজেই পরীক্ষার্থী ।

জামুকার মহাপরিচালক স্বাক্ষরিত নির্দেশনা অনুযায়ী উক্ত কমিটিতে জামুকার প্রতিনিধি নুরুল আমিনকে আহবায়ক, উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি জসিম উদ্দিন ও জেলা প্রশাসকের প্রতিনিধি শামসুল হুদাকে সদস্য করা হয়েছে।

উক্ত কমিটি আগামী ৬ থেকে ৮ফেব্রুয়ারির মধ্যে তালিকায় প্রকাশিত ১৫১জন মুক্তিযোদ্ধাদের পুণঃযাচাই বাছাই করবেন। যুদ্ধকালিন কমান্ডার কেএম খুরশিদ আলম জানান, লালবই, ভারতীয় তালিকা ও মুক্তিবার্তায় নাম না থাকায় অনেকের নাম বাদ যেতে পারে।

তিনি আরো জানান, সঠিক যাচাই বাছাইয়ের উপযুক্ত ও জামুকার ম্যনুয়াল অনুযায়ী কমিটি করা উচিত ছিল। পরীক্ষক নিজেই পরীক্ষার্থী হলে কে কার ফলাফল দেবেন। দ্রুত এ কমিটি স্থগিতের জন্য তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেছেন।

এ ব্যপারে উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন জানান, বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদাকে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সদস্য করা হয়েছে। তাঁর নাম ভূলক্রমে পুণঃযাচাইয়ের তালিকায় এসেছে।

(এম/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test