E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নড়াইলে শাহিন হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

২০১৪ আগস্ট ২৪ ১৪:৩২:০৬
নড়াইলে শাহিন হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলে যুবলীগকর্মী শাহিন হাবিব হত্যা মামলার আসমিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় নড়াইল চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদালত সড়কে গিয়ে শেষ হয়।
এ সময় আদালত চত্বর বটতলায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি গাউসুল আযম মাসুম, লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী বশিরুল হক, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক কামরুজ্জামান, সাগর আহম্মেদ খান প্রমুখ।
বক্তারা, শাহিন হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় হরতাল অবরোধসহ নড়াইল অচল করে দেয়ারও হুমকি দেয়া হয়।
অভিযোগ রয়েছে, গত ১৪ আগস্ট রাত ১০টার দিকে নড়াইল শহরের বরাশুলায় নিজ বাড়ির কাছে দলীয় প্রতিপক্ষরা শাহিনকে কুপিয়ে জখম করে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ১৮ আগস্ট মারা যায়। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নেনু বিল্লাহসহ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৭ জনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।
(আরএম/এএস/আগস্ট ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test