E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে মাদক মামলায় কুট্রির সাত বছর কারাদণ্ড

২০২১ ফেব্রুয়ারি ০৪ ১৭:০৮:৪২
গৌরনদীতে মাদক মামলায় কুট্রির সাত বছর কারাদণ্ড

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মাহাবুব আলম কুট্টিকে (৪৫) সাত বছর কারাদণ্ড প্রদান করছে আদালত।

এ ছাড়াও তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দন্ডাদেশ প্রদান করেছে আদালত।

বুধবার বিকেলে বরিশাল সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষনা করেন। দন্ডিত মাহাবুব আলম কুট্টি গৌরনদী পৌরসভার টরকীচর মহল্লার মোসলেম উদ্দিন হাওলাদারের পুত্র।

আদলত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাফর আহম্মেদ ২০১৮ সালের ১৮ এপ্রিল সঙ্গীয় ফোর্স নিয়ে টরকীরচর এলাকায় অভিযান চালায়। এ সময় কুট্টির কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ওই বছর ৭মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নোমান আহম্মেদ মামলার অভিযোগ পত্র দাখিল করেন। আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহন শেষে এই রায় ঘোষনা করেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test