E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুড়িগ্রামে বিতর্কিতদের নিয়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন

২০২১ ফেব্রুয়ারি ০৪ ১৯:১৩:৫৮
কুড়িগ্রামে বিতর্কিতদের নিয়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্বাধীনতা ও সরকার বিরোধীদের নিয়ে মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ মুক্তিযোদ্ধারা। 

এসময় বক্তব্য রাখেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, ডিপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, কুড়িগ্রামে বিতর্কিতদের নিয়ে মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে জামুকা কর্তৃক মনোনিত মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য কর্তৃক মনোনিত মো. নুরুজ্জামান সম্পর্কে আপন বিয়াই। মো. নুরুজ্জামান বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর কটুক্তকারী। তিনি জামায়াত-বিএনপি মদদপুষ্ট। জোট সরকারের আমলে নির্বাচিত কমিটিকে বাদ দিয়ে বিধি বহির্ভূতভাবে বিএনপি-জামায়াতের মদদে কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বনে যান। এমন স্বাধীনতা ও সরকার বিরোধীকে কমিটিতে অন্তর্ভূক্ত করায় তীব্র নিন্দা জানানো হয়।

অবিলম্বে বিতর্কিত ব্যক্তিদের অপসারণ করে নির্বাচিত যাচাই-বাচাই কমিটি স্থগিত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে কমিটি গঠনের আহবান জানান।

(পিএস/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২১)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test