E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইগাতীতে টর্নেডোর আঘাতে স্কুলসহ ১০ বসতবাড়ি বিধ্বস্ত, আহত ২

২০১৪ আগস্ট ২৪ ১৬:০০:১৮
ঝিনাইগাতীতে টর্নেডোর আঘাতে স্কুলসহ ১০ বসতবাড়ি বিধ্বস্ত, আহত ২

শেরপুর প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার দুধনই ও ভারুয়া গ্রামে টর্নেডোর আঘাতে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সহ ১০ টি বসত ঘর বিধ্বস্ত হয়েছে। ২৪ আগস্ট রবিবার ভোর ৫ টার দিকে এক মিনিটব্যাপী এ টর্নেডো আঘাত হানে।

এসময় বিধ্বস্ত মাটির ঘরের দেয়াল চাপায় স্বাম-স্ত্রী দুই গারো অধিবাসী আহত হয়। টর্নেডোর ছোবলে শতাধিক গাছের ডালপাড়া ভেঙে যায় এবং অনেক গাছপালা ওপড়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার ভোর ৫ টার দিকে লোকজন ঘুম থেকে জেগে ওঠার মুহর্তে ঝিনাইগাতী উপজেলার দুধনই ও ভারুয়া গ্রামের উপর দিয়ে এক মিনিটব্যাপী এক টর্নেডো আঘাত হানে। এতে টর্নেডোর ছোবলে ভারুয়া নিম্ন মাদ্যমিক বিদ্যালসহ ১০টি বসত বিধ্বস্ত হয়। এসময় ঘরের মাটির দালানের নীচে চাপা পড়ে দুধনই গ্রামের সঞ্জিলা মারাক (৩৫) ও তার স্বামী মনিন্দ্র সাংমা (৪০) আগত হয়। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মনিন্দ্র সাংমা বলেন, আমরা তখন ঘুম থেকে কেবলই ওছছি। আকাশ কালো কইরা হঠাৎ বিকট শব্দে প্রচন্ডে বাতাসের সাথে সবকিছু মোচড়াচ্ছিল। আমরাতো ভয়ে ঈশ্বরের নমি জপছিলাম। প্রায় মিনিট খানেক পর সবকিছু শান্ত হয়। ঝড়ের তান্ডবে আমাদের মাটির ঘরটিও বিধ্বস্ত হয়। আমি এবং আমার স্ত্রী মাটির দেওয়ালের নীচে চাপা পড়লে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান জানান, ভোর বেলা মুহর্তের টর্ণেডোতে দুধনই ও ভারুয়া গ্রামের একটি স্কুলের চাল ওড়ে যাওয়াসহ ১০ টি বসতবাড়ী বিধ্বস্ত হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক টর্নেডোতে কয়েকটি ঘরবাড়ী ও একটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরীর কাজ চলছে।
(এইচবি/এএস/আগস্ট ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test