E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ চেম্বারে দু’টি প্যানেল থেকে ৮ জন করে নির্বাচিত

২০১৪ আগস্ট ২৪ ১৬:০৬:১৭
নওগাঁ চেম্বারে দু’টি প্যানেল থেকে ৮ জন করে নির্বাচিত

নওগাঁ প্রতিনিধি : রবিবার সকাল ৭টায় নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ১৬টি পদে দু’টি প্যানেল থেকেই ৮ জন করে নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহন শুরু হয়। ভোট গননা অন্তে ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচন বোর্ডের আহ্বায়ক এ্যাডভোকেট পিযুষ কুমার সরকার এই ফলাফল ঘোষনা করেন। মোট ভোটারের সংখ্যা ছিল ৯০৬ জন।
আহম্মদ আলীর নেতৃত্বে “ব্যবসায়ী ঐক্য পরিষদ” প্যানেল থেকে নির্বাচিতরা হলেন, আহম্মদ আলী (প্রাপ্ত ভোট-৫৬২), আলহাজ্ব এমএ খালেক (প্রাপ্ত ভোট-৫৮৩), রাজকুমার আগরওয়াল (প্রাপ্ত ভোট-৫৭৪), ইকবাল শাহরিয়ার রাসেল (প্রাপ্ত ভোট-৫৪২), অমিয় কুমার দাস (প্রাপ্ত ভোট-৫১৯), মামুনুর রশিদ (প্রাপ্ত ভোট-৪৬৬), আবুল কালাম আজাদ (প্রাপ্ত ভোট-৪৫১) এবং এবিএম মোস্তাফিজুর রহমান চৌধুরী রুনু (প্রাপ্ত ভোট-৪২৫)। অপরদিকে মোহাম্মদ আলী দ্বীনের নেতৃত্বে “সম্মিলিত শিল্প ও ব্যবসায়ী পরিষদ” থেকে নির্বাচিতরা হলেন, মোহাম্মদ আলী দ্বীন (প্রাপ্ত ভোট-৫৬০), আহসান সাঈদ (প্রাপ্ত ভোট-৫৫৩), মোতাহার হোসেন পলাশ (প্রাপ্ত ভোট-৫৩৬), মাহমুদ মোল্লা আপেল (প্রাপ্ত ভোট-৫৩৬), রহিমা হক (প্রাপ্ত ভোট-৫২২), সামশুল হক (প্রাপ্ত ভোট-৪৯২), আতাউর রহমান (প্রাপ্ত ভোট-৪৯১) এবং দিপক কুমার সরকার (প্রাপ্ত ভোট-৪১৪)।
(বিএম/এএস/আগস্ট ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test