E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

২০১৪ আগস্ট ২৪ ১৬:২২:৩৫
সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার বন্যা কবলিত চারটি ইউনিয়নের বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত উপজেলার খোকশাবাড়ি, কাওয়া খোলা, সয়দাবাদ, কালিয়া হরিপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়।
বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে এই ত্রাণগুলো বিতরণ করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মো ঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) বিল্লাল হোসেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসি, সাধারণ সম্পাদক এ্যাড. কে এম হোসেন আলী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মোহাম্মদ সালাহউদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আমিনুল হক, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার শিকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নুরুল ইসলাম সজল ও জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান সোহেলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকার দলীয় নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণ শেষে অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি সাংবাদিকদের বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যার পানি নেমে গেলে বন্যা কবলিত এলাকার কৃষকসহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
এ সময় সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চারটি ইউনিয়নে নগদ ১০ হাজার টাকা ও ১৫ মেট্রিক টন চালসহ শুকনো খাবার বিতরণ করা হয়।
(এসএস/এএস/আগস্ট ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test