E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে করোনা ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম শুরু

২০২১ ফেব্রুয়ারি ০৭ ১৭:১৯:০৯
দিনাজপুরে করোনা ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম শুরু

শাহ্ আলম শাহী, দিনাজপুর : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রথম নিজে করোনা ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে দিনাজপুরে উদ্বোধন করা হয়েছে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি’র কার্যক্রম।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭ ফেব্রুয়ারী রোববার দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দিনাজপুরের ১৩টি উপজেলার ১৪ টি কেন্দ্র থেকে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি প্রথম নিজে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।

এর আগে দিনাজপুরে আনন্দ উৎসবের মধ্য দিয়ে করোনা ভ্যাকসিন গ্রহন করছেন নিবন্ধন ধারী ডাক্তার, নার্স ও সিভিল প্রশাসনের কর্মকর্তা,সাংবাদিক,মুক্তিযোদ্ধা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

দিনাজপুরে এ পর্যন্ত ৫ হাজার ১’শত ২৫ জন অ্যাপস এর মাধ্যমে নিবন্ধন করেছেন। নিবন্ধন ধারীদের মত থেকে আজ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ও জেনারেল হাসপাতালে ৫’শ ১৬ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস।

এর আগে দিনাজপুরে আনন্দ উৎসবের মধ্য দিয়ে করোনা ভ্যাকসিন গ্রহন করছেন নিবন্ধন ধারী ডাক্তার, নার্স ও সিভিল প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ।

দিনাজপুরে কোভিড -১৯ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে এখনও কোভিড-১৯ এর টিকা পৌছেনি। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় এই ভ্যাকসিন এখন জনগনের দারপ্রান্তে পৌছে গেছে। এসবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা ও উদ্যোগের কারনেই।

তিনি বলেন, কিছু অসাধু মানুষ এই ভ্যাকসিনের সমালোচনা করে সরকারের অপবাদ করার চেষ্টা করছে। তিনি বলেন প্রনোদনা থেকে সাহায্য সহযোগিতা দিয়েও করোণাকালীন অসহায় মানুষসহ ব্যবসায়ী সকল মহলকে সহযোগিতা দেয়া হয়েছে। ফলে কোভিড-১৯ এর কারনে দেশে অর্থনৈতিক অবস্থা এখনও অন্যান্য দেশের তুলনায় ভাল রয়েছে।

জনপ্রতিনিধি হিসাবে তিনি প্রথম টিকা নিয়ে মানুষের মধ্যে যে ভয় ভীতি দুর করার অনুভুতি ব্যক্ত করে বলেন, এইট টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমার কোন অসুবিধা হচ্ছে না। আমি ভাল আছি সুস্থ্য আছি। ৫৫ বছর অতিক্রমকৃত প্রতিটি মানুষকেই এই টিকা নেয়া জরুরী হয়ে পড়েছে। হুইপের পরে একে একে নিবন্ধিত ডাক্তার, নার্সসহ অনেকেই টিকা গ্রহন করেন। টিকা গ্রহনের জন্য নিবন্ধিত সাধারন মানুষকেও অপেক্ষা করতে দেখা গেছে। দিনাজপুর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসিরুল হক রুস্তম কোভিড-১৯এর টিকা নিয়ে অনুভুতি প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের বলেন, টিকা নেয়ার পর কোন সমস্যা হয় নি। যারা অপবাদ ছড়াচ্ছে তাদের মুখে আজকে ছাই পড়েছে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাঃ নাদির হোসেন, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ শাহ মোজাহেদুল ইসলাম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাগফুরুল হাসান আব্বাসী, দিনাজপুর বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, সাধারন সম্পাদক ডাঃ বিকে বোস, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু অন্যরা।

অন্যদিকে ২৫০ শয্যা জেনারেল সদর হাসপাতালে একই ভাবে টিকাদান কর্মসুচীর উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালে শত শত মানুষ উৎসাহ ও উদ্দীপনার মধ্যে কোভিড-১৯ এর টিকা নেয়ার জন্য অপেক্ষামান ছিলেন।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test