E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামগতি পৌর নির্বাচনে নৌকার পক্ষে কেন্দ্রীয় নেতাদের পথসভা

২০২১ ফেব্রুয়ারি ০৭ ১৮:৫১:১০
রামগতি পৌর নির্বাচনে নৌকার পক্ষে কেন্দ্রীয় নেতাদের পথসভা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের প্রার্থী মেজবাহ উদ্দিন মেজুর পক্ষে এ পথসভার আয়োজন করা হয়।

নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

রামগতি পৌর আওয়ামী লীগের সভাপতি সাঈদ পারভেজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাজভীরুল হক অনু, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য একেএম শরীফ উদ্দিন।

রামগতি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়ারেছ মোল্লার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহিম, আবদুল মতলব, মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, রাসেল মাহমুদ মান্না, কেন্দ্রীয় যুবলীগ নেতা শামছুল ইসলাম পাটওয়ারী, রামগতির আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াহেদ, আজাদ উদ্দিন চৌধুরী, আবু নাসের, আশ্রাফ আলী সারু, কমলনগর আওয়ামী লীগ নেতা একেএম নুরুল আমিন, জেলা যুবলীগ নেতা একেম সালাহ উদ্দিন টিপু, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আগামি ১৪ ফেব্রুয়ারি রামগতি পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৩ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নৌকা প্রতিকে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এ পৌরসভার বর্তমান মেয়র। তাঁর সঙ্গে ধানের শীষ প্রতিকে রামগতি পৌর বিএনপির সভাপতি সাহেদ আলি পটু ও নারিকেল গাছ প্রতিকে স্বতন্ত্র প্রার্থী আবু আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এ পৌরসভায় ২৪ হাজার ৯০৫ জন ভোটার রয়েছে। আগামি ১৪ ফেব্রুয়ারি এখানে ইলেক্ট্রিক ভোট মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test