E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় বিএনপির কমিটি নিয়ে দুই গ্রুপে উত্তেজনা

২০২১ ফেব্রুয়ারি ০৮ ১৩:৫৯:২১
কাপাসিয়ায় বিএনপির কমিটি নিয়ে দুই গ্রুপে উত্তেজনা

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দলটি কার্যত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহর ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান। অপর পক্ষে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম। গত ২২ জানুয়ারি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে আহ্বায়ক করে একটি কমিটি গঠনের প্রস্তব করলে অপরপক্ষ ৩০ জানুয়ারি উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সভা আহ্বান করে প্রস্তাবিত আহ্বায়ক কমিটিকে অসাংবিধানিক আখ্যায়িত করে এর তীব্র প্রতিবাদ জানান। এ নিয়ে কাপাসিয়ায় বিএনপির দু’গ্রুপের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে সভা সমাবেশ অব্যাহত রেখেছেন।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর আ স ম হান্নান শাহ’র মৃত্যুর পর নেতৃত্ব নিয়ে দু’গ্রুপের মাঝে চরম বিরোধ শুরু হয়। এরই মাঝে উপজেলা বিএনপির চলমান কমিটি ভেঙে একটি আহ্বায়ক কমিটি গঠনের দাবি করে আসছিলেন নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় উপজেলা বিএনপি গত ৩০ জানুয়ারি তরগাঁও পালকি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সভা আহ্বান করে। অপর পক্ষ এ সভাটি স্থগিত করার জন্য এক পক্ষ সভা সফল করার জন্য উভয় পক্ষ জেলা এবং কেন্দ্রীয় কমিটির কাছে সহযোগিতা চান।

পরে উপজেলা বিএনপির ডাকা সভা স্থগিত করতে ব্যর্থ হয়ে রিয়াজুল হান্নান পাল্টা গত ২২ জানুয়ারি হান্নান শাহর গ্রামের বাড়ি ঘাগটিয়ায় তার সমর্থিতদের নিয়ে দিনব্যাপী এক মতবিনিময় সভা করেন। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় রিয়াজুল হান্নানের প্রতি সমর্থন জানিয়ে তাকে উপজেলা বিএনপির আহ্বায়ক করার জন্য উপস্থিত সকলে ঐকমত্য পোষণ ও রেজুলেশন করেন। এ দিকে ৩০ জানুয়ারির উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশ থানা পুলিশের নিষেধাজ্ঞায় তরগাঁওয়ের পালকি কমিউনিটি সেন্টারে সভা করতে ব্যর্থ হয়ে সন্ধ্যায় সভাপতির বাড়িতে সভা করেন।

এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী শাহ রিয়াজুল হান্নানের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটি গঠন প্রক্রিয়াকে অসাংবিধানিক বলে মন্তব্য করেন এবং সকল নেতাকর্মীর মাঝে ঐক্যের আহ্বান জানান। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন,রিয়াজুল হান্নানকে সব ভেদাভেদ ভুলে কাপাসিয়া বিএনপির মূলস্রোতে ফিরে এসে রাজনীতি করার আহ্বান জানান। অপর দিকে শাহ রিয়াজুল হান্নান জানান, একটি বড় দলে পদপদবি নিয়ে বিরোধ থাকাটাই স্বাভাবিক। তবু আমি চাই দলের সকল নেতাকর্মীর মতামতের ভিত্তিতে আগামী দিনের নেতৃত্ব বাছাই করা হোক।

(এসকেডি/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test