E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ

২০২১ ফেব্রুয়ারি ০৮ ১৬:২১:৪২
নওগাঁয় আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ

নওগাঁ প্রতিনিধি : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ নওগাঁ উপকেন্দ্রের উদ্যোগে সোমবার জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়াররা নিজস্ব অর্থায়নে জেলা সদরের চকরামপুর আদিবাসি পল্লীর শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ পৌর সভার সাবেক নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম, সান্তাহার ৫০মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টের নির্বাহী প্রকৌশলী এসএম ফরহাদ হোসেন, নওগাঁ বিটিসিএলের ম্যানেজার রাকিবুল ইসলাম, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, শেখ আজমাঈন বিন আমির প্রমুখ।

এসময় ইঞ্জিনিয়াররা বলেন, বর্তমান সরকারের নানা উদ্যোগে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠির (আদিবাসী) মানুষদের জীবন মান আগের চেয়ে অনেটাই উন্নত হয়েছে। প্রচন্ড এই শীতে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। সমাজের খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণির মানুষদের জীবন-যাপন অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অনেক মানুষই গরম কাপড়ের অভাব নিয়েই দিন কাটাচ্ছে। তাই সরকারের পাশাপাশি সমাজে যারা বিত্তবান রয়েছেন আমরা সবাই যদি এই সব শীতার্ত মানুষদের পাশে একটু একটু করে সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে আমাদের দেশে কোন মানুষকেই আর শীতে কষ্ট করতে হতো না। আজ আমরা ব্যক্তিগত উদ্যোগে এই অঞ্চলের কিছু ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠির মানুষদের মাঝে শীতবস্ত্র দিতে পেরে নিজেদের ধন্য মনে করছি। আগামীতেও এই সব মানুষদের জন্য সংগঠনের উদ্যোগে আরো বড় ধরনের সহযোগিতা প্রদানের কর্মকান্ড অব্যাহত রাখা হবে।

(বিএস/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test