E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেসবুকে অপপ্রচার, দুইজনের বিরুদ্ধে থানায় জিডি

২০২১ ফেব্রুয়ারি ০৮ ১৭:৫৩:১৫
ফেসবুকে অপপ্রচার, দুইজনের বিরুদ্ধে থানায় জিডি

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের (রেজি নং খুলনা-৩৫৪) সভাপিত দাউদ হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপুর্ন ও বিদ্বেষমুলক প্রচারণার অভিযোগে দুইজনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় জিডি করা হয়েছে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে জিডি দুইটি আমলে নিয়ে এন্ট্রি করার আবেদন করা হয়।

জিডিতে বিবাদী করা হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও মাগুরা জেলার আলাইপুর গ্রামের আজিজুল হকের ছেলে আসাদুজ্জামান আশিক। জিডিতে শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক উল্লেখ করেন, মেজবাহ ও আশিক আমাদের সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য তাদের নিজস্ব আইডি দিয়ে অপপ্রচার চালাচ্ছে।

২০২০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০২১ সালের ২ জানুয়ারি পর্যন্ত তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে চিটার, বাটপার, চোর ভূমিদস্যুসহ নানা রকমের মানহানীকর মিথ্যা মন্তব্য লিখে ফেসবুকে প্রচার করছে। এতে সমাজ ও পরিবারে আমাদের মানহানি ও হেয়প্রতিপন্ন হতে হচ্ছে। এমনকি এই বিদ্বেষমুলক অপপ্রচারের ফলে আমাদের জীবন হানী বা ক্ষয়ক্ষতির আশংকা তৈরী হচ্ছে।

এদিকে ইউনিয়ন সুত্রে জানা গেছে, এক সভায় সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে মেজবাহকে শ্রমিক ইউনিয়ন থেকে বহিস্কার ও আশিককে ৪৫ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদার থানার ওসি (তদন্ত) জানান, এ ধরণের বিদ্বেষপূর্ন লেখালেকির কারণে মেজবাহকে আমারা থানায় ডেকে এনে সতর্ক করি। তিনি জিডি এন্ট্রির কথা স্বীকার করে জানান, তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test