E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের সাথে সংঘর্ষে আহত ৫

২০১৪ আগস্ট ২৪ ১৭:৩৯:৪৩
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের সাথে সংঘর্ষে আহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে পুলিশের সাথে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। পূর্ব সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স প্রিসাইডিং অফিসারের কক্ষে নিয়ে যাওয়ার সময় কতিপয় লোক ওই কক্ষে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে এ ঘটনার সূত্রপাত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। এতে আহত হয় কমপক্ষে ৫ জন। আহতদের সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুপুরে সিংহগ্রাম ইয়াছিনিয়া মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টা করায় মহিলাসহ ৪ জনকে আটক করা হয়। পরে তাদের নিকট থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। কেন্দ্র দু’টি চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়ার গ্রামে অবস্থিত। এছাড়া কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেয়ার পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। এদিকে চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম জসিমকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল হাই কামালের লোকজন করাব রহমানিয়া মাদ্রাসা কেন্দ্রে আটক করে রেখেছিল বলে অভিযোগ করা হয়। এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩ প্রার্থী।
এদিকে আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ প্রার্থী। উভয় ইউনিয়নের নির্বাচনকে সুষ্ঠু করতে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে নির্বাচন অফিস এমন দাবি করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। তিনি বলেন, যেকোন ধরণের পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুতি রয়েছে। এছাড়া চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একই উপজেলার দেওরগাছ ইউনিয়নের ২নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে উপ-নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, গত ২৩ মার্চ লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে করাব ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ এবং আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সদর ইউপি চেয়ারম্যান আতর আলী মিয়া নির্বাচিত হওয়ায় এ দু’টি ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এদিকে, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য শরীফ উদ্দিন ও আহমদাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য হীরেশ মুন্ডা মারা যাওয়ায় এবং দেওরগাছ ইউনিয়নের সংরক্ষিত ২নং ওয়ার্ডের মহিলা সদস্য পদত্যাগ করায় এ তিনটি পদ শূন্য হয়। পরবর্তীতে গত ২৩ জুলাই তিনটি ওয়ার্ডে উপ-নির্বাচনের তপশীল ঘোষণা করা হলে আহমদাবাদ ইউনিয়নের ওয়ার্ডে একক প্রার্থী হন নিহত হিরেশ মুন্ডার স্ত্রী দুর্গা মুন্ডা। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রবিবার গাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে ৪ জন এবং দেওরগাছ ইউনিয়নের ২নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে উপ-নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
(পিডিএস/এএস/আগস্ট ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test