E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় অপু উকিলসহ তিনদিনে করোনা টিকা নিলেন ১৪১ জন

২০২১ ফেব্রুয়ারি ০৯ ২২:৩২:০১
কেন্দুয়ায় অপু উকিলসহ তিনদিনে করোনা টিকা নিলেন ১৪১ জন

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকাণা) : সকল প্রকার গুজব উড়িয়ে দিয়ে কেন্দুয়ায় তিন দিনে করোনা প্রতিরোধের প্রথম ডোজের টিকা গ্রহন করলেন ১শ ৪১ জন। 

রবিবার বেলা ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে টিকাদানা কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোণা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল।

এরপর আনুষ্ঠানিক ভাবে প্রথম টিকা নেন বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক সংরক্ষিত আসনের সাবেক এমপি অধ্যাপক অপু উকিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এবাদুর রহমান জানান ১ম দিন ২৪, ২য় দিন ৩৭ ও ৩য় দিন মঙ্গলবার কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আসাদুল হক ভূঞা, সাবেক সাধারণ সম্পাদক মোজাফরপুর ইউপি চেয়ারম্যান নূরুল আলম মোঃ জাহাঙ্গীর চৌধুরী, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল আলম মোঃ আলমগীর চৌধুরী, বেতার ও টিভি শিল্পী দিলবাহার খান ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিম্বশর্মা সহ ৮০ জন ১ম ডোজের টিকা গ্রহন করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কেন্দুয়া কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোঃ আজিজুল হক জানান ৩ দিনে ৪শ ৩১ জনের টিকা গ্রহনের জন্য রেজিষ্টেশন করেছেন। টিকা গ্রহনকারীদের মধ্যে কেন্দুয়া পৌরসভার মেয়র মোঃ আসাদুল হক ভূঞা মঙ্গলবার দুপুরে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন টিকা গ্রহনের আগে যেমন ছিলাম টিকা গ্রহনের পর তেমনই আছি। কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তিনি সকলকে টিকা গ্রহনের জন্য আহবান জানিয়ে সহজে টিকা পাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান।

অধ্যাপক অপু উকিল বলেন, যারা গুজব ছাড়ায় তাদের মুখে চুন-কালি ছিটিয়ে নির্ভয়ে করোনা প্রতিরোধ টিকা নিন। বিশ্বের উন্নত রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশেও সহজে টিকা আসায় রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে তিনি লাখো কোটি অভিনন্দন জানান।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test