E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রংপুরে দুর্নীতির অভিযোগে এলজিইডির দুই প্রকৌশলী জেল হাজতে 

২০২১ ফেব্রুয়ারি ১০ ১৮:৪৭:২৪
রংপুরে দুর্নীতির অভিযোগে এলজিইডির দুই প্রকৌশলী জেল হাজতে 

মানিক সরকার মানিক, রংপুর : দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ঘুষের মামলায় এলজিইডির রংপুরের সাবেক নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন ও সহকারী প্রকৌশলী কাওছার আলমকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। দুর্নীতির দায়ে দায়ের করা মামলায় বুধবার বিকেলে ওই দুই  প্রকৌশলী আদালতে আত্মসমর্পন করে পক্ষে তাদের আইনজীবীরা রংপুরের জেলা ও দায়রা জজ মোঃ শাহেনুর রহমানের আদালতে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মজ্ঞুর করে তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন। 

মামলার বিবরণে জানা যায়, রংপুর এলজিইডির অধিনে প্রায় ৭ কোটি টাকা প্রাক্কলিত মুল্যের দুটি টেন্ডারে ঠিকাদারী প্রতিষ্ঠান রবিউল আলম বুলবুল সর্ব নিম্ন দরপত্র দাতা বিবেচিত হবার পরেও শতকরা দুই ভাগ হারে ১৫ লাখ টাকা ঘুষ দাবি করে না পাওয়ায় অন্য একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়। এতে করে সরকারের ১ কোটি ২৬ লাখ টাকা ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ঠিকাদার রবিউল ইসলাম আদালতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ বিচারক মামলাটি তদন্ত করার জন্য দুদককে নির্দেশ দেন। দুদক তদন্ত শেষে রংপুর এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন, সহকারী প্রকৌশলী কাওছার আলম যারা উভয়েই বর্তমানে ঢাকায় কর্মরতসহ অপর দুই ৪ আসামীর বিরুদ্ধে দন্ডবিধি আইনের ১৬১/১৬৬/৪০৯ ধারা ও দুদক আইনের ৫(২) ধারায় আদালতে চার্জসীট দাখিল করে।

বুধবার নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন ও সহকারী প্রকৌশলী কাওছার আলম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক শুনানী শেষে আসামীদের জামিন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সরকার পক্ষের আইনজীবীরা জানিয়েছেন আসামীরা ক্ষমতার অপব্যাবহার করে ঘুষ দাবি করে না পেয়ে সর্বনিম্ন দরপত্রদাতা হিসেবে আমার প্রতিষ্ঠানকে কার্যাদেশ না দিয়ে অসৎ উদ্দেশ্যে অন্য প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেন। এতে সরকারের ১ কোটি ২৬ লাখ টাকা ক্ষতি করেছেন তারা।

(এমএস/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test