E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রূপপুর প্রকল্পের রড চুরি ও পিটিয়ে জখম শীর্ষক সংবাদের প্রতিবাদ এমপিপুত্রের

২০২১ ফেব্রুয়ারি ১১ ১৪:১৪:৪৮
রূপপুর প্রকল্পের রড চুরি ও পিটিয়ে জখম শীর্ষক সংবাদের প্রতিবাদ এমপিপুত্রের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে এমপি পুত্রের নেতৃত্বে পাঁচ ট্রাক লোহা চুরি ধরিয়ে দেওয়ায় পিটিয়ে জখম সংক্রান্ত প্রকাশিত খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এমপি পুত্র ও ব্যবসায়ী দোলন বিশ্বাস। 

বুধবার রাতে ঈশ্বরদী ফুড গার্ডেন পার্টি সেন্টারে পৌর আওয়ামী লীগের নেতবৃন্দ, কৃষকলীগ, শ্রমিক এবং যুবলীগের নেতা-কর্মী উপস্থিতিতে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও কাল্পনিক দাবী করেন দোলন বিশ্বাস।

তিন বলেন, আমার বীর মুক্তিযোদ্ধা পিতার দীর্ঘদিনের অর্জিত রাজনৈতিক ত্যাগ ও সম্মানকে ভুলন্ঠিত করার জন্য এধরণের মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়েছে।

পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র ইছাহক আলী মালিথা, দাশুড়িয়া ইউপি’র চেয়ারম্যান বকুল সরদার, কৃষক লীগের যুগ্ম আহব্বায়ক মুরাদ মালিথা, শ্রমিক লীগ নেতা জাহিদুর রহমান জাহিদসহ শতাধিক যুবলীগ নেতা ও কর্মি এসময় উপস্থিত ছিলেন।

রাজনৈতিকভাবে হীন উদ্দেশ্য চরিতার্থ করার অভিপ্রায়ে কেপিআই ভূক্ত অতিগুরুত্ব প্রতিষ্ঠানকে জড়িয়ে প্রতিহিংসা স্বরূপ একটি মিথ্যা নাটক উপস্থাপনা ও সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে উপস্থিত নেতারা সাংবাদিকদের জানিয়েছেন।

রূপপুর পারমাণবিক প্রকল্প হতে রড চুরির ঘটনার বিষয়ে প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুসের নিকট জানতে চাইলে তিনি ৫ ট্রাক রড চুরির ঘটনা অস্বীকার করে বলেন, প্রকল্পের গেট সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। গেট পাশ ছাড়া কোন জিনিষ প্রবেশ ও বাইরে বের হওয়ার সুযোগ নেই।

নাম না প্রকাশ করার শর্তে ঈশ্বরদী থানা সুত্র জানায়, থানায় একটি লিখিত অভিযোগ দাখিল হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তবে অভিযোগটি অসামঞ্জস্য ও ক্রুটিপূর্ণ বলে জনান তিনি।

মঙ্গলবার দুপুরে নতুন হাট এলাকায় রূপপুর প্রকল্পের সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলা পাওয়ার সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা (৪৫)কে পিটিয়ে আহত করার খবর ভিত্তিহীন বলে জানান দোলন বিশ্বাস।

তিনি আরো বলেন, রূপপুর প্রকল্পে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ বিভিন্ন আইন-শৃংখলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। স্পর্শকাতর এই প্রতিষ্ঠান থেকে ৫ ট্রাক লোহা চুরির ঘটনা মিথ্যার প্রলেপ ছাড়া আর কিছুই নয় বলে তিনি জানিয়েছেন।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test