E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরের ঈশান গোপালপুরে জমি দখলের অভিযোগ

২০২১ ফেব্রুয়ারি ১১ ১৬:০১:৫০
ফরিদপুরের ঈশান গোপালপুরে জমি দখলের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের কাচারির টেক ব্রিজ বাজার সংলগ্ন স্থঅনীয় আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক মৃধা ও এলাকার বাদশা আলম তার জমি দখল করে নেবার অভিযোগ করেছেন।

তারা বলেন, ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস ̈ মোঃ হানিফ বাঁশের বেড়া ও খাম্বা গেরে জমি দখল করে নিয়েছে। বাধা দিলেও তারা মানছে না। এই জমির মধে ̈ থাকা বন বিভাগের বেশ কিছু গাছও তারা কেটে ফেলেছে। এলাকার ঈমান শেখ বলেন এই গাছ ১০ বছর পূর্বে বন বিভাগের মাধ ̈মে আমরা ৫৫ জন সদস ̈ সমিতির মাধ ̈মে রোপন করেছিলাম আমাদের সাথেও এ বিষয়ে কোন আলোচানা করেননি। হানিফ মেম্বার গায়ের জোরেই এসব করছে। নথি পর্যালোচনা করে দেখা যায় জমির প্রকৃত মালিক দাবিকৃত আব্দুল খালেক মৃধা ও বাদশা আলম গং। ১৯৭৫ ও ১৯৭৬ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর এই সব দাগের কিছু জমি একোয়ার করে নেয়। জমির মালিকদের অবশিষ্ট অংশ বি.এস রেকর্ডেও নতুন করে অন্তর্ভূক্ত করেছে।

অভিযোগের বিষয়ে এলাকার ইউপি সদস্য হানিফ শেখের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নি।

এলাকায় এই সংক্রান্ত বিষয়ে দুগ্রুপের মধে ̈ যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে এলাকার মানুষ ধারনা করছে।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test