E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাণীশংকৈলে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি, আটক ১

২০২১ ফেব্রুয়ারি ১১ ১৭:০৮:৪৬
রাণীশংকৈলে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি, আটক ১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : আসন্ন ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে গত বুধবার রাতে দুই মেয়র প্রার্থীর মধ্যে মারামারিতে উভয় পক্ষের ৫জন আহত হয়ে বর্তমানে চিকিৎসাধানী রয়েছেন। বর্তমান নির্বাচনী পরিবেশ উত্তপ্ত। দুই পক্ষই থানায় মামলা দিয়েছেন। এতে কম্পিউটার প্রতিকের এক সমর্থককে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গ্রেফতার করেছেন পুলিশ। আ’লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান (নৌকা) ও একই দলের বিদ্রোহী প্রার্থী পৌর আ’লীগের সম্পাদক (বহিস্কৃত) রফিউল ইসলামের(কম্পিউটার) সমর্থকদের মধ্যে হয় মারামারি। 

আহতরা হলেন- কম্পিউটার প্রতিকের সমর্থক ৬নং ওর্য়াড আ’লীগের সভাপতি আজহারুল ইসলাম(৬৫) তার ছেলে বেলাল হোসেন(৩৫) ও পৌর আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মতিউর রহমান(৪৫) তার স্ত্রী মিশিরণ বেগম(৩৫) ও নৌকার সমর্থক হোসেগাঁও ইউপির উজধারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ফুল মিয়া(৩৮)। এদের মধ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কম্পিউটার প্রতিকের সমর্থক মতিউর রহমানকে গ্রেফতার করে ঠাকুরগাঁও আদালতে পাঠিয়েছে পুলিশ।

উত্তপ্ত পরিবেশের মধ্যেই আ’লীগের চার বিদ্রোহী প্রার্থী রফিউল ইসলাম(কম্পিউটার) রুকুনুল ইসলাম (রেল ইনিঞ্জন) সাধন কুমার বসাক(নারিকেল গাছ) ও নওরোজ কাউসার কানন(চামুচ) ঐ রাতেই রংপুরিয়া মার্কেটে এক প্রতিবাদ সমাবেশ করে। পরে তারা এক মৌণ মিছিল নিয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে রুদ্ধতার বৈঠক করে।

ঘটনার সুত্রপাত পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মদনের বাড়ীতে। মদনের স্ত্রী বিষদেবী জানান,আমাদের এলাকায় নৌকার কর্মিরা ভোটারদের টাকা মুড়িয়ে দিয়ে হাতে হাত রেখে ভোট দেওয়ার ওয়াদা করাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমার বাড়ীতেও আমাদের জাতিয়া নারী রুমকি আমার হাতে টাকা গুজে দিয়ে ওয়াদা করায় ভোট দিতে। পরে আমি তাদের সামনে টাকা খুলে দেখতেই দেখি টাকায় মোড়ানো তুলসি পাতা। তুলসি পাতা আমাদের ধর্মের বড় একটি বিষয়। তাই এভাবে ভোট নেওয়ার বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করি। প্রতিবাদ করায় নৌকার সমর্থকরা আমাদের বাড়ীতে এসে হট্রগোল বাধায়। পরে কম্পিউটার প্রতিকের লোজনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একইভাবে ঐ এলাকার ধনদেবের স্ত্রী বুধি(৫০) পুদ’র স্ত্রী ববিতা বলেন, আমাদের কাছেও ভোট নেওয়ার জন্য একশত করে টাকা দিয়েছে।

মেয়র প্রার্থী রফিউল ইসলামের অভিযোগ নৌকার ভোট কর্মিরা পৌরসভার ৩নং ওয়ার্ডে হিন্দু সম্প্রদায় এলাকায় টাকায় মোড়ানো তুলসি পাতা দিয়ে ওয়াদা করে ভোট নেওয়ার চেষ্টাকালে এক হিন্দু সম্প্রদায়ের নারী এর প্রতিবাদ করায়। তার উপর চড়াও হয় নৌকার কর্মি রুমকি।এ নিয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়।খবর পেয়ে মোস্তাফিজুর রহমান তার দলবল নিয়ে সেখানে হাজির হয়ে ঐ পরিবারের লোকজনকে হুমকি ধুমকিসহ শারীরিকভাবে লাঞ্চিত করে।এবং ঐ এলাকার পঞ্চম নামে মুরব্বীকে চড় থাপ্পর দেয় নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান নিজেই।

পরে উপজেলা আ’লীগের সভাপতি সইদুল হক পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম আ’লীগ নেতা আহাম্মদ হোসেন বিপ্লব ও নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান নিজে পুলিশের উপস্থিতিতে কম্পিউটার প্রতিকের রংপুরিয়া মার্কেট অফিসে হামলা করে সমর্থকদের বেদড়ক মারপিট করেন। নৌকার সমর্থকদের মারপিট থেকে নিজ স্বামীকে বাঁচাতে গিয়ে এক গৃহবধুও লাঞ্চিত হয়েছে। গুরুতর আহত মতিউর রহমান গত বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান,উপজেলা আ’লীগের সভাপতি সইদুল হকের নির্দেশে আমাদের উপর অতর্কিত হামলা চালায় নৌকার সমর্থকরা। আ’লীগের সভাপতি আমাকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিল।

অপরদিকে নৌকা প্রতিকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন,আমার লোকজনের উপর উল্টো কম্পিউটার প্রতিকের লোকজন হামলা করেছে। এতে আমার এক কর্মি গুরুতর আহত হয়ে বর্তমানে দিনাজপুর মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছে। তাছাড়া কম্পিউটার, নারিকেল গাছ ,ক্যারামবোর্ড, চামুচ রেল ইঞ্জিন প্রতিকের প্রার্থীরা এক যোগ হয়ে নৌকার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলে তিনি অভিযোগ করেন। তবে তিনি টাকায় মোড়ানো তুলসি পাতা দিয়ে ওয়াদা করে ভোট নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম জানান, গতকাল রাতের ঘটনায় মোট ৫ জন রোগী ভর্তি রয়েছে। তবে রোগীদের অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য আমরা তাদের ঠাকুরগাঁও ও দিনাজপুর মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করেছি।

অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত রাতের ঘটনায় দুই পক্ষের মামলা নেওয়া হয়েছে। কম্পিউটার প্রতিকের এক সমর্থককে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।

(কেএস/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test