E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে সাড়া ফেলছে ‘পিতা শেখ মুজিবের কান্না’  

২০২১ ফেব্রুয়ারি ১১ ১৮:৩৬:১৪
ফরিদপুরে সাড়া ফেলছে ‘পিতা শেখ মুজিবের কান্না’  

দিলীপ চন্দ, ফরিদপুর : “পিতা শেখ মুজিবের কান্না” একটি বইয়ের নাম আত্মকথন, নানা কাব্যের শব্দ মালায় একজন বীর মুক্তিযোদ্ধা প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান ফকিরের শৈল্পিক অনুভুতিতে আঁকা সাহিত্য। দীর্ঘজীবনের পথ পরিক্রমায় ঘাত-প্রতিঘাত আর অভিজ্ঞতার বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান বাংলাদেশের সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা, মুক্তিযুদ্ধের নানা ঘটনা প্রবাহ ও বর্তমান সময়ের রাজনীতির হালচাল উঠে এসেছে তার লেখনিতে। মান অভিমানের না বলা কথাগুলো তিনি কবিতায় বেধেছেন আবার আত্মকথনের শব্দ মালায় তুলে ধরার চেষ্টা করেছেন অনেক কিছু।

মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর আহবানে অংশগ্রহণ আর প্রয়াত ফরিদপুরের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রমিক জননেতা হাসিবুল হাসান লাবলুর উৎসাহে সরকারি চাকুরী থেকে অব্যাহতি নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করে দীর্ঘকাল ফরিদপুরের দুর্গম জনপথ বলে পরিচিত নর্থচ্যানেলে দলকে সুসংগঠিত করেছেন।

স্থানীয় আওয়ামীলীগের সভাপতি পদে থেকেছেন অনেক দিন। বর্তমানে থানা আওয়ামীলীগের সহ সভাপতি। নানা অভিজ্ঞতার ভূমি থেকে অংকুরিত করছেন শিল্প সাহিত্যের কিছু। এ যাবত লিখেছেন অংখ্য কবিতা গান।

“পিতা শেখ মুজিবের কান্না” বইটিতে নানা আঙ্গিক সংযোগ হয়েছে। কখনো কখনো কবিতার ছন্দে এঁকেছেন বঙ্গবন্ধু, শেখ হাসিনা, শেখ রাসেলসহ নানা বিষয়। আবার আত্মকথনে তুলে ধরেছেন জীবন সংগ্রামের সময়-কালকে। বইটি নতুন প্রজন্মের জন্য ইতিহাস জানার ক্ষেত্রে অনেক কাজে আসতে পারে। আবার ফরিদপুরের বিগত দিনের রাজনীতি আর বর্তমান সময়ের প্রেক্ষাপট জানতেও সব বয়সীদের উৎসাহ যোগাতে পারে। ব্যক্তি জীবনে অসাধারণ মানুষ প্রীতির ব্যক্তি তিনি।

সন্তানদের তৈরী করেছেন মুক্তিযুদ্ধের আদর্শে। এক পুত্র দায়রা জজ, আরেক পুত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, আরেক পুত্র সফল ব্যবসায়ী ও যুবলীগের সংগঠক, কন্যারাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছে, আরেক এক কন্যা ক্যান্সারের আক্রান্ত হয়ে মৃতুবরণ করেছেন। আমৃত্যু তিনি মুক্তিযুদ্ধের চেতনায় মানুষের জন্য কাজ করে যেতে চান।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test