E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে জাল টাকা ও বিভিন্ন সরঞ্জামসহ আটক ২

২০১৪ আগস্ট ২৪ ২০:০৩:৫৭
টাঙ্গাইলে জাল টাকা ও বিভিন্ন সরঞ্জামসহ আটক ২

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল শহরের প্যারাডাইস পাড়া থেকে তিন লাখ ৭২ হাজার ৫শ’ জাল টাকা, ২ হাজার ভারতীয় রুপি, জাল টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও ইউনুস আলী ও বিল্লাল নামের দুই ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব-১২।

রবিবার দুপুর দুইটায় ওই এলাকায় অভিযান চালিয়ে ৫তলা ভবনের ৪তলা থেকে এ গুলো উদ্ধার করা হয়। আটককৃত ইউনুস কুষ্টিয়ার মনির উদ্দিনের ছেলে ও বিল্লাল হোসেন নারায়নগঞ্জের ফতুল্লার আবু তালেবের ছেলে ।

র‌্যাব-১২ অতিরিক্ত ডিআইজি জামিল আহম্মেদ বিপিএম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে জালা টাকা সহ ইউনুস আলীকে আটক করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তি মোতাবেক রোববার দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার প্যারাডাইস পাড়ায় অভিযান চালিয়ে জাল টাকা সহ টাকা তৈরীর কারখানা আবিস্কার ও বিল্লাল নামের একজনকে আটক করা হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে টাকা তৈরীর কারিগর খান মোহাম্মদ ওয়াহেদুজ্জামান মিঠু পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে তার ভিজিটিং কার্ড ও একটি আইডি কার্ড পাওয়া যায়। তার ভিজিটিং কার্ডে লেখা রয়েছে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, দৈনিক সাধীন সংবাদ পত্রিকা ও বাংলাদেশ হিউম্যান রাইটস এর পরিচালক ও পিরোজপুর -৩ আসনের সংসদ সদস্যের পিএ।

(এনই/এটিআর/আগস্ট ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test