E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নন্নী ইউনিয়নের উপ-নির্বাচনে আজাদ চেয়ারম্যান নির্বাচিত

২০১৪ আগস্ট ২৪ ২০:০৯:০০
নন্নী ইউনিয়নের উপ-নির্বাচনে আজাদ চেয়ারম্যান নির্বাচিত

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২ নং নন্নী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত আব্দুল হাই আজাদ চেয়ারম্যান নির্বাচত হয়েছেন। ২৪ আগস্ট রবিবার এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আনারস প্রতীক নিয়ে আব্দুল হাই আজাদ ৩ হাজার ৩৫০ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহাজ প্রতীকের একেএম মাহবুবুর রহমান রিটন পেয়েছেন ২ হাজার ৪১৫ ভোট। অপর প্রার্থী বিএনপি’র আব্দুর রশিদ সরকার পেয়েছেন ১ হাজার ৯১০ ভোট।

নালিতাবাড়ী উপজেলা নির্বাচন অফিসার মো. মোক্তার হোসাইন জানান, শান্তিপূর্ণভাবে এ উপ-নির্বাচন সম্পন্ন হয়। সকালের দিকে ভোটারের উপস্থিতি কম হলেও হলেও বেলার বাড়ার পর ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। নির্বাচনে শতকরা ৬৯ দশমিক ৭৩ ভাগ ভোট পড়েছে।

উল্লেখ্য, গত ২৩ মার্চ নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে নন্নী ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা একেএম মোখলেছুর রহমান রিপন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওই পদটি শূণ্য হয়।

(এইচবি/এটিআর/অাগস্ট ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test