E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ডাক্তারের বিরুদ্ধে মামলা 

২০২১ ফেব্রুয়ারি ১২ ১৬:২৩:০২
মাগুরায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ডাক্তারের বিরুদ্ধে মামলা 

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ডাক্তারের অপচিকিৎসার কারনে আবারও এক প্রসূতি নারীর মৃত্যর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাগুরার বহুল আলোচিত চিকিৎসক মাসুদল হকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত পলিথিন ডাক্তার খ্যাত চিকিৎসক মাসুদুল হক। মাগুরা মুচিপাড়া এলাকায় হাসিনা ক্লিনিকে বুধবার সকালে অস্ত্রপচারের পরই প্রসুতির মৃত্যুর এ ঘটনা ঘটে। তার বাড়ি মহাম্মাদপুর উপজেলার রাজাপুর গ্রামে। এ ঘটনায় দিনভর নানা নাটকিয়তা শেষে রাত্রে আলোচিত অপচিকিৎসক পলিথিন ডাক্তার মাসুদুল হকসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার মাগুরা হাসিনা ক্লিনিক নামে একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। মহাম্মাদপুর উপজেলার রাজাপুর গ্রামের দরিদ্র প্রসুতি গৃহবধূকে চিকিৎসার জন্য হাসিনা ক্লিনিকে আনা হলে ডাক্তার মাসুদুল হক তাকে অস্ত্রপচার করার কিছু সময়ের মধ্যেই মৃত্যু হয় তার। এ ঘটনায় দিনভর নানা দেনদরবার শেষে বুধবার রাতে থানায় মামলা করে ভুক্তভোগী নিহতের পরিবার।

নিহতের ভাই রুবেল অভিযোগ করেন, তার বোন মৌসুমীকে বুধবার সকাল ছয়টায় হাসিনা ক্লিনিকে আনা হলে তার সিজারিয়ান অপারেশনের জন্য ক্লিনিক কতৃপক্ষ ডাক্তার মাসুদুল হককে দিয়ে অস্ত্রপচার করান। এই অস্ত্রপচারের কিছু সময় পরই মৃত্যু হয় তার। ডাক্তারের অপচিকৎসা ও ক্লিনিক কতৃপক্ষের অবহেলার কারনে বোনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে তিনি অপচিকিৎসক ডাক্তার মাসুদুল হকসহ অজ্ঞাত আরও তিন জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এছাড়াও ক্লিনিকের অস্বাস্থ্যকর পরিবেশ ও চিকিৎসায় অবহেলার বিষয় উক্ত এজাহারে উল্ল্যেখ করে তিনি বোনের মৃত্যুর জন্য দায়ী অপচিকিৎসক ডাক্তার মাসুদুল হক ও ক্লিনিক কতৃপক্ষের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

নিহত মৌসুমির স্বামী দরিদ্র হাবিবার হোসেন জানান, ভোর ৬ টার দিকে প্রসুতি স্ত্রীকে নিয়ে হাসিনা ক্লিনিকে ভর্তি করে রেখে অর্থ ও খাবার আনার জন্য রাজাপুর নিজ বাড়িতে ফিরে যান। এ সময় অস্ত্রপচারের জন্য রক্তের প্রয়োজন বলে জানায় ক্লিনিক কতৃপক্ষ। এ অবস্থায় তিনি জরুরী ভিত্তিতে মাগুরার উদ্দেশ্যে রউনা দিয়ে মাগুরা মিরপাড়া মোড়ে আসলে তার স্ত্রীর মৃত্যর খবর জানতে পারেন। ইতিমধ্যে মিরপাড়া হতে সামান্য ব্যাবধানে পিটিআই স্কুলের সামনে অবস্থিত ক্লিনিকটিতে এলে ক্লিনিকের মালিক এ্যাম্বুলেন্সযোগে তার স্ত্রীর মরদেহ নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রউনা হয়ে গেছেন বলে জানতে পারেন তিনি। এ অবস্থায় তিনি পরিবারের অন্যদেরকে জানিয়ে মরদেহ নিয়ে ক্লিনিকে ফিরে আসার জন্য বলেন। পরে মরদেহ ফিরিয়ে আনা হোলেও ক্লিনিকের মালিককে খুজে পাননি তারা।

তিনি জানান, ভর্তির পরপরই তড়িঘড়ি অস্ত্রপচার ও আকস্মিক রক্তের ব্যাবস্থার কথা বলার পরই মৃত্যুর ঘটনাসহ কতৃপক্ষ কাউকে কিছু না জানিয়ে মরদেহ নিয়ে তড়িঘড়ি করে বাড়িতে রউনা হয়ে যাওয়ার নানা বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তারা। এ নিয়ে জানতে চাইলে ক্লিনিক মালিক সামনে না এসে দিনভর তার লোকজন পাঠিয়ে মরদেহ নিয়ে বাড়ি ফিরে যাবার জন্য চাপ প্রয়োগসহ নানা ভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করতে থাকেন। পরে বিকালে থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ অভিযোগ আমলে নিয়ে মরদেহ নিজ হেফাজতে ময়না তদন্তের জন্য পাঠায়। রাত্রে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন তারা।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test