E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে বঞ্চিতজন সংগঠনের বার্ষিক সমাবেশ

২০২১ ফেব্রুয়ারি ১৩ ১৬:১৬:৩১
ঝিনাইদহে বঞ্চিতজন সংগঠনের বার্ষিক সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি : মানুষকে আহার করিয়ে তৃপ্তি কে না পায় ? তবে হাল আমলে এ ধরণের বিনামূল্যে শত শত মানুষকে খাওয়ানোর প্রবণতা নেই বল্লেই চলে। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা গ্রামে এমন একজন মানুষ হচ্ছে আনোয়ার পাশা বিদ্যুৎ। তিনি বঞ্চিতজন সংগঠনের ব্যানারে প্রতি বছর অধিকার বঞ্চিত মানুষদের আহার করিয়ে তৃপ্তি লাভ করেন। এই সংগঠনের চেয়ারম্যান তিনি। প্রতি বছরের ন্যায় এবারো গতকাল শুক্রবার বংকিরা গ্রামের হওনঘাটা মাঠে বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বংকিরা, হাজরা, গোবিন্দপুর, আসাননগর, চোরকোল, ওয়াড়িয়া, গোবিন্দপুর, চুয়াডাঙ্গার জীবনা, দশমাইল, ভুলটিয়া, কোটচাঁদপুরের ধোপাবিলা, লক্ষিপুরসহ এলাকার শত শত মানুষ এই বার্ষিক সমাবেশে যোগদান করেন। সমাবেশ শেষে প্রায় ৬/৭’শ মানুষকে আপ্যায়ন করানো হয়।

বঞ্চিতজন সংগঠনের চেয়ারম্যান আনোয়ার পাশা বিদ্যুৎ জানান, সমাজের বঞ্চিত মানুষগুলোকে এক কাতারে সামিল করাই তার উদ্দেশ্য। বছরে একবার তাদের আহার করিয়ে মুখে হাসি ফোটানো ও তাদের পাশে থেকে সমস্যা সমাধান করাই বঞ্চিতজন সংগঠনের মুল্য লক্ষ্য বলে তিনি জানান।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test